মঙ্গল অভিযানের নকশা তৈরির প্রতিযোগিতার আয়োজন করেছে মার্স সোসাইটি। এতে অংশ নিতে পারবেন বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রকৌলবিদ্যার শিক্ষার্থীরা। দলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরাও থাকতে পারবেন।
নকশায় যেসব বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেগুলো হলো ব্যয়সাশ্রয়, গুণগত মান, নিরাপত্তাব্যবস্থা, সরল কার্যপ্রবাহ ও সময়মতো উত্ক্ষেপণ। নকশা জমা দিতে হবে ২০১৪ সালের মার্চের মধ্যে।
২০১৮ সালে মঙ্গল অভিমুখে মনুষ্যবাহী নভোযান পাঠানোর ঘোষণা দিয়েছে প্রথম মহাশূন্য পর্যটক ডেনিস টিটো প্রতিষ্ঠিত ইন্সপিরেশন মার্স ফাউন্ডেশন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মেধাবীদের এ মিশনে সম্পৃক্ত করতেই এ আয়োজন।
বিচারক দলে নাসা, মার্স সোসাইটি ও ইন্সপিরেশন মার্স ফাউন্ডেশনের দুজন করে প্রতিনিধি থাকবেন। চূড়ান্তভাবে বিজয়ী দল আর্থিক পুরস্কারের পাশাপাশি মার্স সোসাইটির আগামী বার্ষিক সম্মেলনে নিখরচায় অংশ নেওয়ার সুযোগ পাবে। আরো চারটি দলের জন্য থাকবে আর্থিক পুরস্কারের ব্যবস্থা। বিস্তারিত জানা যাবে www.marssociety.org এই ওয়েবসাইটে।