রয়েল কমনওয়েলথ সোসাইটি প্রতিবছরের মতো এবারও ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের কাছ থেকে রচনা আহ্বান করেছে। রয়েল কমনওয়েলথ সোসাইটির মতে, এটি বিশ্বের প্রাচীনতম ও স্কুল শিক্ষার্থীদের জন্য সর্ববৃহত্ রচনা প্রতিযোগিতা। ২০১৩ সালে ৫৫টি দেশের প্রায় ১১ হাজার ছাত্রছাত্রী এতে অংশ নিয়েছিল। এবারের বিষয় ‘টিম কমনওয়েলথ’। দুটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়। সিনিয়র ক্যাটাগরিতে ১৪ থেকে ১৮ বছর এবং জুনিয়র ক্যাটাগরিতে অনূর্ধ্ব ১৪ বছরের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকবে সনদ, বিখ্যাত লেখকের সঙ্গে দেখা করা ও আন্তর্জাতিক ওয়ার্কশপে অংশ নেওয়ার সুযোগ। শুধু তা-ই নয়, বিজয়ীর স্কুলের জন্যও থাকবে উপহার। মজার বিষয় হলো, নামে রচনা প্রতিযোগিতা হলেও গান, ছড়া, চিঠি, গল্প- মজাদার যেকোনো আদলে জমা দেওয়া যাবে। ভাষা হতে হবে ইংরেজি। আয়োজকরা লেখার আগে পূর্বের বছরের বিজয়ীদের লেখা পড়ে নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। বিস্তারিত জানা যাবে http://www.thercs.org/youth/competition ওয়েবসাইট থেকে।