প্রচ্ছদ > শিক্ষা > শিক্ষা সংবাদ > শেকৃবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
শেকৃবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শেকৃবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডের মাধ্যমে ফলাফল জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লা আজ বিকাল ৫টা ৪৫ ফল ঘোষণা করেন। মূল মেধা তালিকা থেকে ভর্তি ২৮ এবং ২৯ জানুয়ারি। ক্লাশ শুরু হবে ৫ ফেব্রুয়ারি। ২৪ জানুয়ারি অনুষ্ঠিত পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ৩টি অনুষদে ৫০০ আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে আবেদন করে ১৫ হাজার ৯শ’ ৫০ জন প্রতিযোগী। এক আসনের বিপরীতে গড়ে ৩২ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহন করেন। অপেক্ষমান তালিকা থেকে ভর্তিচ্ছু প্রার্থীদের ৩০ জানুয়ারি বেলা ১২ টার মধ্যে রেজিস্ট্রার কার্যালয়ে প্রবেশপত্র জমা দিতে হবে এবং একই দিন মেধাক্রম অনুসারে ভর্তিযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। কৃষি অনুষদে ৩৫০, গ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদ ৭৫। ভর্তি বিষয়ে বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট www.sau.edu.bd থেকে বিস্তারিত জানা যাবে।

Comments

comments

Comments are closed.