বই পড়েই জিততে পারেন ল্যাপটপ! এমনটি পড়া বইটিও ফেরত দিতে হবে না। বিশ্ব বই দিবস উপলক্ষে বই পড়া প্রতিযোগিতার আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল ও ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক। বিট্রিশ কাউন্সিল থেকে দেওয়া একটি বই পড়বেন এবং পড়া শেষে একটি মূল্যায়ন পরীক্ষায় অংশ নেবেন প্রতিযোগীরা। প্রতিটি দলে প্রথম স্থান অধিকারীরা একটি ল্যাপটপ এবং অন্যান্য বিজয়ীরাও পুরস্কার পাবেন। প্রতিযোগীদের জন্য দেওয়া বই খুবই সহজ ইংরেজিতে লেখা এবং গল্প যে কোনো পাঠকের জন্য উপভোগ্য হবে।
নিবন্ধন শুরু হবে ১ এপ্রিল, চলবে ৩১ মে পর্যন্ত। ব্রিটিশ কাউন্সিলের সব কার্যালয়, ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের কার্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে নিবন্ধন করা যাবে। মূল্যায়ন পরীক্ষা হবে ১৩ জুন।
শিশু-কিশোরসহ সব বয়সীদের ইংরেজি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং বই পড়ায় উৎসাহিত করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীদের এ, বি, সি, ডি এই ৪টি দলে ভাগ করা হয়েছে।
এর মধ্যে ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে পড়া শিক্ষার্থীরা ‘এ’ দলে, নবম-দশম শ্রেণিতে পড়া শিক্ষার্থীরা ‘বি’ দলে একাদশ-দ্বাদশ শ্রেণী ‘সি’ দলে এবং যে কোনো পূর্ণ বয়স্ক ব্যক্তিরা ‘ডি’ দলে অংশ নিতে পারবেন। নিবন্ধনসহ যে কোনো তথ্য ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে। ঠিকানা : http://www.britishcouncil.org/bangladesh.htm
