যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া যৌথভাবে ঢাকায় নতুন ভিসা আবেদনকেন্দ্র (ভিএসি) চালু করেছে। রাজধানীর গুলশান-২-এর ৯০ নম্বর সড়কের ডেল্টা টাওয়ারে নতুন এ আবেদনকেন্দ্র উদ্বোধন করেন ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন।
সিলেটেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য উন্নত সুবিধাসংবলিত নতুন ভিসা আবেদনকেন্দ্র চালু করতে যাচ্ছে। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার পক্ষে ভিএফএস গ্লোবাল বাংলাদেশ ও দক্ষিণ এশিয়াজুড়ে ভিসা আবেদনকেন্দ্রের সেবা দিয়ে যাবে।
