পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০১৪ অনুষ্ঠানটি প্রতি বছরের মতো এবারো ৬৪টি জেলা থেকে অডিশনের মাধ্যমে বিশ্ব সেরা প্রতিভা কুরআনের হাফিজদের অংশগ্রহণের আয়োজন করেছে। প্রথম ধাপে ৩৫ জেলায় অডিশনের তারিখ ও জেলার নাম প্রকাশ করা হলো।
১-৪-১৪ সুনামগঞ্জ, ২-৪-১৪ সিলেট, ৩-৪-১৪ মৌলভীবাজার, ৪-৪-১৪ হবিগঞ্জ, বি-বাড়িয়া, ৫-৪-১৪ ময়মনসিংহ, ৬-৪-১৪ টাঙ্গাইল, ৭-৪-১৪ নরসিংদী, জামালপুর, ৮-৪-১৪ শেরপুর, ৯-৪-১৪ বাগেরহাট, গাজীপুর, ১০-৪-১৪ খুলনা, নারায়ণগঞ্জ, ১১-৪-১৪ সাতক্ষীরা, ১২-৪-১৪ নড়াইল, চাঁদপুর, ১৩-৪-১৪ যশোর, ফেনী, ১৪-৪-১৪ লক্ষ্মীপুর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাঙ্গামাটি, ১৫-৪-১৪ কুষ্টিয়া, খাগড়াছড়ি, রাজবাড়ী, ১৬-৪-১৪ ঝিনাইদহ, মুন্সীগঞ্জ, ১৭-৪-১৪ মাগুরা, বান্দরবান, ১৮-৪-১৪ কক্সবাজার, কুমিল্লা, কিশোরগঞ্জ, ১৯-৪-১৪ নেত্রকোনা, ২০-৪-১৪ চট্টগ্রাম।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন : ০১৭১৬-০৪১৬৮২, ০১১৯১-৪৩৬৮৮৩, ০১১৯২-০০০০০৮।
অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর পিএইচপি পরিবার, কো-স্পন্সর ইনফিনিটি মেগামল, সেন্টার ফর জাকাত ম্যানেজম্যান্ট, আল-লামী ব্যাংক, বাংলা-ক্যাট। মিডিয়া পার্টনার- এনটিভি। ক্রিয়টিব পার্টনার- ইভুলেশন এ্যাডভারটাইজিং লি:। অনুষ্ঠানের আয়োজক লাইট ইনসাইড। অনুষ্ঠানটি পহেলা রমজান থেকে ইফতারির আগে প্রতিদিন এনটিভিতে প্রচারিত হবে।