প্রচ্ছদ > শিক্ষা > শিক্ষা সংবাদ > ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি ইংরেজি পরীক্ষা স্থগিত
ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি ইংরেজি পরীক্ষা স্থগিত

ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি ইংরেজি পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্র ফাঁসের কারণে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় ঢাকা শিক্ষা বোর্ডের অধীন উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম জানান, অনিবার্য কারণে শুধু ঢাকা বোর্ডের এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
বিভিন্ন মহল থেকে আজ সারা দিনই অভিযোগ আসতে থাকে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে সেগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের কাছেও বিষয়টি যায়। পরে পরীক্ষা বাতিল হয়।
অভিযোগ আছে, এর আগের পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছে। বিশেষ করে ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্র ব্যাপকভাবে ফাঁস হয়।

Comments

comments

Comments are closed.