প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত করা ঢাকা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ৮ জুন রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান। এ সময় শিক্ষা সচিব মোহাম্মদ সাদিক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আগের দিন বিভিন্ন ফটোকপির দোকানে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠে।
গত ৩ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। দ্বিতীয় দিনের পরীক্ষায় ঢাকাতে প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষাটি স্থগিত করা হয়।
