জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন ফরম পাওয়া যাচ্ছে ১৫ এপ্রিল ২০১৪ (আজ মঙ্গলবার) থেকে। আগামী ৫ মে ২০১৪ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd/admissions) এ ফরম পাওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অাবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট কলেজে ৫ মে ২০১৪ তারিখের মধ্যে জমা দিতে হবে।
আবেদনের জন্য ২৫০ টাকা ফি দিতে হবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
এর আগে গত ৪ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) কোর্সের অনলাইনে ভর্তি সংক্রান্ত দু’দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। সারা দেশের অধিভুক্ত প্রায় ১৭০০ কলেজের শিক্ষক প্রতিনিধি এতে অংশ নেয়। কর্মশালার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ। তিনি বলেন, ‘মেধার ভিত্তিতে যাতে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে পারে তা নিশ্চিত করতে অন্যান্য পরীক্ষার মত এই প্রথমবার স্নাতক (পাস) কোর্সে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় ১৭০০ শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে ভর্তির ব্যবস্থা গ্রহণ করেছে।’
