প্রচ্ছদ > শিক্ষা > শিক্ষা সংবাদ > সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুরু ৩ মে
সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুরু ৩ মে

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুরু ৩ মে

আগামী ৩ মে শুরু হচ্ছে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৪। ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ বিষয়ে এ প্রতিযোগিতা হবে। জাতীয় পর্যায়ে সেরা ১২ মেধাবী পাবে সনদসহ এক লাখ টাকা করে পুরস্কার।
উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা হবে। ৩-৫ মে উপজেলা, ৮-১০ মে জেলা, ১৫-১৭ বিভাগ, ২০-২৩ মে ঢাকা মহানগর পর্যায়ে প্রতিযোগিতা হবে। ২৫-৩০ মে’র মধ্যে হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং ঢাকা মহানগর এলাকার ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের উপপরিচালকের কাছে নাম নিবন্ধন করতে হবে।
সাতটি বিভাগ ও ঢাকা বিভাগীয় মহানগরী থেকে নির্বাচিত ৯৬ জন সেরা বিভাগীয় মেধাবী জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় নেবে। সেখান থেকে নির্বাচন করা হবে জাতীয় পর্যায়ে বছরের সেরা মেধাবী ১২ জন। তাদেরকে সনদসহ এক লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে।
উপজেলা পর্যায়ে সেরা ১২ জনের প্রত্যেককে এক হাজার টাকা, জেলা পর্যায়ে ১২ জনকে এক হাজার ৫০০ টাকা এবং বিভাগীয় পর্যায়ে ১২ জনকে ২ হাজার টাকা করে পুরস্কার ও সনদ দেওয়া হবে।
উপজেলা থেকে প্রতিযোগিতার মাধ্যমে তিনটি গ্রুপে চারটি বিষয়ে ১২ জনকে উপজেলার সেরা মেধাবী বাছাই করে জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য পাঠানো হবে। প্রতিটি জেলা থেকে একইভাবে ১২ জনকে জেলার সেরা মেধাবী বাছাই করে বিভাগীয় প্রতিযোগিতায় পাঠাবে।

Comments

comments

Comments are closed.