জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ২২টি বিষয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট- www.nubd.info ও www.nuadmission.info থেকে ফলাফল জানা যাচ্ছে।
২০১০ সালের চতুর্থ বর্ষ অনার্স তত্ত্বীয় পরীক্ষা ২০১২ সালের ১২ নভেম্বর শুরু হয়ে একই বছরের ২৯ ডিসেম্বর শেষ হয়। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা চলতি বছরের ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১ মার্চ শেষ হয়। ২৮টি বিষয়ে অনার্সে সারাদেশে মোট ১৮৪টি কলেজের এক লাখ তিন হাজার ৬শ ১৮ জন পরীক্ষার্থী ১২৮টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণকরে।
বাংলা, আরবি, ইসলামের ইতিহাস, দর্শন, ইসলামী শিক্ষা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, পদার্থবিদ্যা, প্রাণিবিদ্যা, ভূগোল, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, লাইব্রেরি সায়েন্স, নৃ-বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের ফল প্রকাশিত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পাঁচ মাসের মধ্যে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। এর আগে এত কম সময়ে ফলাফল প্রকাশ সম্ভব হয়নি। অনেক প্রতিকূলতার মধ্যেও এই ফলাফল প্রকাশ করা সম্ভব হলো। অবশিষ্ট ৬টি বিষয়ের ফলাফল এ সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
