মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল ১৫ জুন প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম ওয়াহিদুজ্জামান জানান, ওই দিন মোবাইল ফোনে ফল পাওয়া যাবে।
প্রতি পত্রের জন্য ১২৫ টাকা ফি দিয়ে পরীক্ষার্থীরা টেলিটক মোবাইল থেকে ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে। কেবল ঢাকা বোর্ডেই জমা পড়ে ৫০ হাজারেরও বেশি আবেদন।
২০১৪ সালের এসএসসি, দাখিল ও কারিগরি বোর্ডের পরীক্ষা ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলে মার্চ ২২ পর্যন্ত। এতে ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী অংশ নেয়, পাস করে ১৩ লাখ ৩৩১ জন।
১৭ মে সারা দেশে আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের ফল প্রকাশ হয়। এবার গড় পাসের হার ৯১ দশমিক ৩৪ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন।
