রমজানের প্রথম দিন থেকে বন্ধ থাকবে স্কুল-কলেজ। শিক্ষা মন্ত্রণালয় বরাবরের মতো দশম রমজান থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির প্রস্তুতি নিলেও মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে ভিন্নমত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রথম দিন থেকেই বন্ধের পক্ষে মত দিয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে চলতি মাসের শেষ সপ্তাহে রমজান শুরু হবে। মন্ত্রিসভার বৈঠকে রোজায় অফিস সময় সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাখার সিদ্ধান্তও হয়েছে।
একটি সূত্রে জানা গেছে, বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দশম রোজা থেকে স্কুল-কলেজ বন্ধ রাখার বিষয়টি তুলে ধরেন। কিন্তু প্রধানমন্ত্রী তাতে সায় না দিয়ে বলেন, ‘রোজায় সবারই কাজ বেড়ে যায়। নারীরা পুরো মাসই ব্যস্ত থাকেন, সকালে বাচ্চাদের স্কুলে নেয়া কষ্টকর হয়ে যায়। প্রথম রোজা থেকেই স্কুল-কলেজ বন্ধ রাখতে হবে।’
সরকারি এবং বেসরকারি স্কুল-কলেজগুলো প্রথম রোজা থেকেই বন্ধ রাখতে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীকে নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সেই নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করতে যাচ্ছেন বলে জানা গেছে।
