প্রচ্ছদ > শিক্ষা > শিক্ষা সংবাদ > ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নতুন পদ্ধতিতে
ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নতুন পদ্ধতিতে

ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নতুন পদ্ধতিতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীনস্থ’ ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তরপত্রের বিষয় নির্বাচনের ক্ষেত্রে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বছর ইংরেজি বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীদের ইলেকটিভ ইংলিশ(ঐচ্ছিক ইংরেজি) অংশের উত্তর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, আগে ইংরেজি বিভাগে পড়তে ইলেকটিভ ইংলিশ অংশের উত্তর দেওয়া বাধ্যতামূলক ছিল না। শুধুমাত্র মাতৃভাষা হিসেবে যারা বাংলা পড়েনি তারাই এই অংশের উত্তর দিত। কিন্তু এ বছর থেকে ইংরেজি বিভাগে পড়তে চাইলে বাংলা ও ইংরেজি মাধ্যমে পড়া সব শিক্ষার্থীর জন্য এই অংশের উত্তর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি বলেন, উত্তরপত্রে মোট পাঁচটি অংশ থাকবে। প্রথমে থাকবে সাধারণ ইংরেজি, দ্বিতীয় অংশে বাংলা, তৃতীয় অংশে থাকবে ঐচ্ছিক ইংরেজি (ইলেকটিভ ইংলিশ), চতুর্থ অংশে থাকবে সাধারণ জ্ঞান-এ এবং পঞ্চম অংশে থাকবে সাধারণ জ্ঞান-বি।

একজন শিক্ষার্থীকে যে কোনো চারটি অংশের উত্তর দিতে হবে। তবে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অবশ্যই ইলেকটিভ ইংলিশ অংশের উত্তর দিতে হবে। পাঁচটি অংশের উত্তর দিলে উত্তরপত্র বাতিল করা হবে।

আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় দুই হাজার ২২১ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪১৭ জন ভর্তিচ্ছু। প্রতি আসনের জন্য লড়বেন ২০ জন পরীক্ষার্থী।

Comments

comments

Comments are closed.