প্রচ্ছদ > শিক্ষা > শিক্ষা সংবাদ > ঢাবি ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবি ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাবি ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে  প্রথমবর্ষ সম্মান শ্রেণির ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, যাতে মাত্র ১৬ শতাংশ উত্তীর্ণ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সোমবার দুপুরে কেন্দ্রীয় ভর্তি অফিসে এই ফলাফল ঘোষণা করেন।
গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিভাগ পরিবর্তনের এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৭ হাজার ২০৩ জন শিক্ষার্থী অংশ নেন।
এর মধ্য থেকে ১৮ হাজার ৩২০ জন প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় পাসের হার ১৬ দশমিক ৫৫ শতাংশ।
এখন উত্তীর্ণ এই শিক্ষার্থীদের মধ্য থেকে এক হাজার ৪১৬টি আসনে ভর্তি করা হবে।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>Gha<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*