প্রচ্ছদ > শিক্ষা > পরীক্ষার রুটিন > রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৯ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. ইলিয়াস হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

ভর্তি পরীক্ষার সময়সূচি হলো- ১৯ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-H (বিজোড় রোল নম্বর), বেলা ১১টা থেকে ১২টা ইউনিট-H (জোড় রোল নম্বর), দুপুর ১টা থেকে ২টা ইউনিট-C (বিজোড় রোল নম্বর) ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা ইউনিট-C (জোড় রোল নম্বর)-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-F (বিজ্ঞান গ্রুপ), বেলা ১১টা থেকে ১২টা ইউনিট-F (অ-বিজ্ঞান গ্রুপ) ও দুপুর ১টা থেকে ২টা ইউনিট-G।

২১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-D (বাণিজ্য : বিজোড় রোল নম্বর), বেলা ১১টা থেকে ১২টা ইউনিট-D (বাণিজ্য: জোড় রোল নম্বর এবং সকল অ-বাণিজ্য রোল নম্বর), দুপুর ১টা থেকে ২টা ইউনিট-E (বিজোড় রোল নম্বর) ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা ইউনিট-E (জোড় রোল নম্বর)-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২২ অক্টোবর বুধবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-B (বিজোড় রোল নম্বর), বেলা ১১টা থেকে ১২টা ইউনিট-B (জোড় রোল নম্বর), দুপুর ১টা থেকে ২টা ইউনিট-A (বিজোড় রোল নম্বর) ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা ইউনিট-A (জোড় রোল নম্বর)-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্যাদি ভর্তিচ্ছুদের নিজ দায়িত্বে জেনে নিতে হবে। আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd অথবা admission.ru.ac.bd থেকে জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের ৫০টি বিভাগে ৩ হাজার ৮২৮টি আসনের বিপরীতে এক লাখ ৬৫ হাজার ৫৯৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। এবার প্রতিটি আসনের বিপরীতে ৪৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*