প্রচ্ছদ > শিক্ষা > শিক্ষা সংবাদ > রচনা লিখে জিতে নিন পুরস্কার
রচনা লিখে জিতে নিন পুরস্কার

রচনা লিখে জিতে নিন পুরস্কার

মাদকাসক্তি : কারণ,প্রতিকার ও পুর্ণবাসন বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

প্রতিযোগিতায় উপরোক্ত বিষয়ে ক বিভাগে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা ৮০০ থেকে ১০০০ শব্দের মধ্যে এবং খ বিভাগে কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা ১২০০ থেকে ২০০০ শব্দের মধ্যে বাংলা ভাষায় এফোর কাগজের এক পাশে লিখে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যায়নসহ পাঠাতে হবে। নামের উপরে বিভাগের নাম স্পষ্ট ও বড় অক্ষরে, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বরসহ লিখতে হবে। সাথে সংযুক্ত করতে হবে এক কপি পাসর্পোট সাইজের ছবি। প্রাইম ইসলামী লাইফের কোন কর্মকর্তা/কর্মচারী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

‘ক’ বিভাগে প্রথম পুরস্কার ১২ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার আট হাজার ও তৃতীয় পুরস্কার ছয় হাজার টাকা। ‘খ’ বিভাগে প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার ও তৃতীয় পুরস্কার ১২ হাজার টাকা। রচনা পাঠানোর শেষ তারিখ ৩১ জানুয়ারি, ২০১৫। ঠিকানা : জনসংযোগ বিভাগ, প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, প্রধান কার্যালয়, রাজভবন (সপ্তম তলা), ২৯ দিলকুশা বা/এ, ঢাকা। ফোন : ৭১৬০০৭৪, ৯৫৫৪৫৩৮।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*