আমেরিকার শিক্ষাবৃত্তি
কী বৃত্তি : ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম-২০১৪।
কারা দেবে : আমেরিকান সেন্টার।
কারা পাবে : বৃত্তিটি বাংলাদেশিদের জন্য। আবেদন করতে পিএইচডি ডিগ্রিধারী অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে। আবেদন করতে পারবেন দেশের বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বাররা। শিক্ষকতায় কয়েক বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বিশেষত সামাজিক বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, কৃষিবিজ্ঞান, মানবিক ও কলা বিভাগে গবেষণার জন্য বৃত্তি দেওয়া হবে। ইংরেজিতে দক্ষ হতে হবে।
সুযোগ-সুবিধা : বিমান ভাড়া, টিউশন ফি বহন করবে আয়োজক সংস্থা। দেবে মাসিক ভাতা।
কী কী লাগবে : https://apply.embark.com/
student/fulbright/scholars থেকে আবেদনপত্র ডাউনলোড করে আবেদন করতে হবে। লাগবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, রেফারেন্স লেটার।
আবেদনের শেষ সময় : ১৭ নভেম্বর ২০১৩।
আবেদনের ঠিকানা : বিস্তারিত জানা যাবে নিচের ওয়েবসাইটে- dhaka.usembassy.gov
গবেষণায় জার্মানির বৃত্তি
কী বৃত্তি : জার্মানির অর্থনৈতিক সহায়তা এবং উন্নয়ন মন্ত্রণালয় জর্জ ফস্টার রিসার্চ অ্যাওয়ার্ডের আওতায় উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য গবেষণা বৃত্তি।
কারা দেবে : ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন।
কারা পাবে : পিএইচডি ও সমমানের ডিগ্রিধারীরা। জার্মানিতে ছয় মাস থেকে দুই বছরের মেয়াদে গবেষণার জন্য বৃত্তি দেওয়া হবে। মোট ৮০ জন গবেষক এ বৃত্তি পাবেন।
সুযোগ-সুবিধা : নির্বাচিত প্রত্যেক গবেষককে প্রতি মাসে ২,৬৫০ ইউরো দেওয়া হবে।
কী কী লাগবে : আবেদনপত্র ডাউনলোড করার পর পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময় : ২০১৪ সালের মাঝামাঝি।
আবেদনের ঠিকানা : বিস্তারিত জানা যাবে www.humboldt-foundation.de ঠিকানায়।
কমনওয়েলথের বৃত্তি
কী বৃত্তি : মাস্টার্স, মেডিসিনে দক্ষতা এবং পিএইচডি রেজিস্টার্ডদের গবেষণার জন্য বৃত্তি।
কারা দেবে : যুক্তরাজ্য।
কারা পাবে : প্রার্থীদের নিজ দেশে উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত থাকতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, আবহাওয়া, পরিবেশ, পানি, স্যানিটেশন, খাদ্য ও পুষ্টি নিয়ে কাজ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বৃত্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও ভালো ফলাফল বিবেচনা করা হবে। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
কী কী লাগবে : http://bit.ly/cscuk-eas-agencies লিংকে গিয়ে বৃত্তির আবেদন ফরম পাওয়া যাবে। আবেদন করতে হবে নির্দেশাবলি দেখে।
আবেদনের শেষ সময় : ১৭ ডিসেম্বর ২০১৩।
আবেদনের ঠিকানা : বিস্তারিত জানা যাবে নিচের ওয়েবলিংকে www.dfid.gov.uk/cscuk
উচ্চশিক্ষায় থাই সরকারের বৃত্তি
কী বৃত্তি : ২০১৩-১৪ শিক্ষাবর্ষে থাইল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য থাই ইন্টারন্যাশনাল পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম।
কারা দেবে : থাইল্যান্ড সরকারের থাইল্যান্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি।
কারা পাবে : বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অনেক বিষয়ের মধ্য থেকে শিক্ষার্থী পছন্দেরটি বেছে নিতে পারবেন। এসব বিষয়ে মাস্টার্স বা ডিপ্লোমা করা যাবে। প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের নিচে।
সুযোগ-সুবিধা : পড়াশোনা এবং আনুষঙ্গিক সব খরচ বহন করবে থাই সরকার। শিক্ষার্থীকে বিনা মূল্যে দেওয়া হবে স্বাস্থ্যবীমা। দেশে আসা-যাওয়ার জন্য বিমান ভাড়া ও থাকা-খাওয়ার খরচ দেবে কর্তৃপক্ষ।
কী কী লাগবে : নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সঙ্গে দিতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র এবং শারীরিক ও মানসিক সুস্থতার সনদপত্র।
আবেদনের শেষ সময় : ৩০ নভেম্বর ২০১৩। ফলাফল জানানো হবে আগামী বছরের মার্চে।
আবেদনের ঠিকানা : বিস্তারিত জানা যাবে http://tica.thaigov.net/main/en/relation/3017 ঠিকানায়।
জার্মানির শিক্ষাবৃত্তি
কী বৃত্তি : ট্র্যাক ও ফিল্ড কোচিং ডিপ্লোমা ২০১৪।
কারা দেবে : জার্মান দূতাবাস ও জার্মান ন্যাশনাল অ্যাথলেটিক ফেডারেশন।
কারা পাবে : ট্র্যাক ও ফিল্ডের কোচ ও শারীরিক শিক্ষকরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বয়স হতে হবে চলি্লশের কম। শারীরিক সুস্থ থাকতে হবে, আমলে নেওয়া হবে ইংরেজি দক্ষতা।
সুযোগ-সুবিধা : নির্বাচিত প্রার্থীদের বাড়িভাড়া, চিকিত্সা খরচ এবং ভাষাশিক্ষা কোর্স ফি ও স্পোর্টস ট্রেনিংয়ের খরচ বহন করবে আয়োজক সংস্থা। দেওয়া হবে ৪০০ ইউরো মাসিক ভাতা।
কী কী লাগবে : আবেদনপত্র জমা দিতে হবে জার্মান দূতাবাস বরাবর। সঙ্গে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক সুস্থতার সনদপত্র ও জার্মান ন্যাশনাল অ্যাথলেটিক ফেডারেশন থেকে প্রাপ্ত কনফার্মেশন লেটার।
আবেদনের শেষ সময় : ১০ ডিসেম্বর ২০১৩।
আবেদনের ঠিকানা : বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে নিচের ওয়েবলিংকে-
http://www.dhaka.diplo.de/Vertretung/dhaka/en/08/Sport/2013-DLV-Stipendium.html
ই-মেইল : Karin.scott@leichtathletik.de