বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির ঘোষণা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও বায়রা। জেনে নিন দুটো স্কলারশিপের তথ্য
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বৃত্তি
কী বৃত্তি : যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্লেয়ারডন বৃত্তি। এ বছর মোট বৃত্তির সংখ্যা ৩০০।
কারা দেবে : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কারা পাবে : আগামী বছরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তীচ্ছু সব স্নাতকোত্তর এবং পিএইচডির শিক্ষার্থী ক্লেয়ারডন বৃত্তির জন্য বিবেচিত হবেন। এ জন্য স্নাতক পর্যায়ে জিপিএ ৪.০০-এর মধ্যে নূ্যনতম ৩.৭০ থাকতে হবে। আগে কোনো বৃত্তি বা অ্যাওয়ার্ড পেলে তা বাড়তি যোগ্যতা বলে বিবেচিত হবে। গবেষণানির্ভর কোর্সের জন্য জার্নালে প্রকাশিত লেখাও বিবেচনা করা হবে। এই বৃত্তি দারুণ প্রতিযোগিতামূলক।
সুযোগ-সুবিধা : বৃত্তিপ্রাপ্তরা অনেক সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। তাদের পড়াশোনার যাবতীয় খরচ বহন করবে কর্তৃপক্ষ। থাকা-খাওয়ার জন্য দেওয়া হবে ভাতা। ২০১৩-১৪ শিক্ষাবছরে এই ভাতার পরিমাণ বছরে ১৩ হাজার ৭২৬ পাউন্ড।
কী কী লাগবে : অনলাইনে আবেদন করতে হবে। লাগবে দুটি রেফারেন্স লেটার।
আবেদনের শেষ সময় : ১৪ জানুয়ারি ২০১৪।
আবেদনের ঠিকানা : আবেদন করা যাবে www.graduate.ox.ac.uk/applyonline ঠিকানায়। যেকোনো সাহায্যের জন্য ভিজিট করা যেতে পারে embarksupport.zendesk.com ওয়েবসাইটটি।
বায়রা মেধা পুরস্কার
কী বৃত্তি : বায়রা মেধা পুরস্কার ২০১১ এবং ২০১২।
কারা দেবে : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)।
কারা পাবে : এজেন্সির সদস্যদের যেসব সন্তান ২০১১ এবং ২০১২ সালে বিভিন্ন প্রতিষ্ঠান বা বোর্ডের পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করেছে, তাদের জন্য এই বৃত্তি। বায়রা সদস্য দ্বারা প্রেরিত প্রবাসী বা প্রবাস ফেরত কর্মীদের সন্তানরাও মেধা পুরস্কারের আওতাভুক্ত হবে। তবে একজন প্রার্থী একটির বেশি পুরস্কারের জন্য আবেদন করতে পারবে না। পিএসসি ও জেএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫.০০ এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে নূ্যনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
কী কী লাগবে : বায়রা অফিস থেকে সরাসরি অথবা ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
আবেদনের শেষ সময় : আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে বায়রা অফিসে জমা দিতে হবে ২১ জানুয়ারি ২০১৪-এর মধ্যে।
আবেদনের ঠিকানা : বিস্তারিত তথ্য এবং আবেদনপত্র ডাউনলোডের জন্য www.baira.org.bd ঠিকানায় লগ ইন করতে হবে।