সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন স্কলারশিপ
কী বৃত্তি : স্নাতক স্তরে সাউথইস্ট ব্যাংক শিক্ষাবৃত্তি।
কারা দেবে : সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন।
কারা পাবে : অসচ্ছল পরিবারের ছাত্রছাত্রী, যারা ২০১১ সালে অনুষ্ঠিত এসএসসি ও ২০১৩ সালে অনুষ্ঠিত এইচএসসি উভয় পরীক্ষায় অংশ নিয়েছে। বৃত্তির জন্য বিবেচিত হতে হলে বর্তমানে কোনো সরকারি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে। এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয় ছাড়াই ন্যূনতম মোট জিপিএ হতে হবে বিজ্ঞান শাখায় (৫+৫) ১০, বাণিজ্য শাখায় (৪.৫+৪.৫) ৯ ও মানবিক শাখায় (৪+৪) ৮ থাকা আবশ্যক।
সুযোগ-সুবিধা : স্নাতক স্তরের পূর্ণ মেয়াদের জন্য মাসিক দুই হাজার ৫০০ টাকা হারে বৃত্তি প্রদান করা হবে। বই কেনার জন্য এককালীন দেওয়া হবে ১০ হাজার টাকা।
কী লাগবে : আবেদনপত্র পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ জমা দিতে হবে সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ইউনুস সেন্টার, ষষ্ঠ তলা, ৫২-৫৩ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০ ঠিকানায়।
আবেদনের শেষ সময় : আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৩১ মার্চ, ২০১৪।
আবেদনের ঠিকানা : বিস্তারিত তথ্য ও আবেদনপত্র পাওয়ার জন্য যোগাযোগ করতে হবে সাউথইস্ট ব্যাংকের যেকোনো শাখা অথবা www.southeastbank.com.bd ওয়েবসাইটে।
শাহজালাল ব্যাংক ফাউন্ডেশন স্কলারশিপ
কী বৃত্তি : ২০১৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ।
কারা দেবে : শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।
কারা পাবে : ২০১৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ও উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক গরিব অথচ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।
বৃত্তির যোগ্যতা : বিভাগীয় শহর, সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগের জন্য ন্যূনতম জিপিএ ৫.০০ ও অন্যান্য বিভাগের জন্য জিপিএ ৪.৭০ থাকতে হবে। তবে সিটি করপোরেশন এলাকার বাইরে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগের জন্য ন্যূনতম জিপিএ ৪.৮০ ও অন্যান্য বিভাগের জন্য জিপিএ ৪.৩০ থাকলেই আবেদন করা যাবে।
সুযোগ-সুবিধা : উচ্চশিক্ষা গ্রহণের পথ সুগম করার জন্য এককালীন এই বৃত্তি দেওয়া হবে। তবে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্তদের বিবেচনা করা হবে না।
কী লাগবে : আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে স্বহস্তে লিখতে হবে নিজের নাম, বাবার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জরুরি যোগাযোগের জন্য ফোন/মোবাইল নম্বর। সঙ্গে দিতে হবে সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, পরিবারের সদস্য সংখ্যা উল্লেখসহ বাবার মাসিক আয়ের সত্যায়িত সনদপত্র ও শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র। আবেদনপত্রে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ থাকতে হবে।
আবেদনের শেষ সময় : আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২৫ মার্চ, ২০১৪।
আবেদনের ঠিকানা : বিস্তারিত তথ্যের জন্য দেখতে পারেন www.shahjalalbank.com.bd ওয়েবসাইটটি।