প্রচ্ছদ > শিক্ষা > স্কলারশিপ > আইটি বিষয়ে আইডিবির স্কলারশিপ
আইটি বিষয়ে আইডিবির স্কলারশিপ

আইটি বিষয়ে আইডিবির স্কলারশিপ

কী বৃত্তি : তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ের ওপর ১০ থেকে ১৩ মাস মেয়াদি কোর্সে বৃত্তি দেওয়া হবে। এ বৃত্তি কর্মসূচির (রাউন্ড ২৪) আওতায় নির্বাচিত প্রার্থীরা বিনা খরচে আইটি প্রশিক্ষণ এবং বিশ্বখ্যাত আইটি প্রতিষ্ঠানের ভেন্ডর সার্টিফিকেশনের সুযোগ পাবেন।
কারা দেবে : দক্ষ প্রযুক্তি কর্মী গড়ার লক্ষ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ও ইসলামিক সলিডারিটি অ্যাডুকেশনাল ওয়াক্ফ (বিআইএসইডাব্লিউ) এ বৃত্তি দিচ্ছে।
কারা পাবে : গ্র্যাজুয়েট/ফাজিল অথবা ডিপ্লোমা প্রকৌশলী (সিভিল/আর্কিটেকচার) হলেই আবেদন করা যাবে।
সুযোগ-সুবিধা : বৃত্তির আওতায় প্রার্থীরা ১.২৫ লাখ টাকা সমমূল্যের কোর্সের সুযোগ পাবেন। এ ছাড়া থাকছে ২০ হাজার টাকা সমমূল্যের ভেন্ডর সার্টিফিকেশন। মাসে দুই হাজার টাকা করে ভাতাও পাবেন প্রার্থীরা।
কী কী লাগবে : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যেকোনো শাখায় ১০০ টাকায় আবেদন ফরম পাওয়া যাবে। দরকারি নির্দেশনা মেনেই আবেদন করতে হবে। দরকারি আরো তথ্য জানা যাবে এই ওয়েবসাইটে- www.idb-bisew.org
আবেদনের শেষ সময় : আবেদনপত্র জমা দিতে হবে ৩০ জুন ২০১৪ তারিখের মধ্যে। লিখিত পরীক্ষার সূচি ১৭ জুলাই ২০১৪ দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হবে।
আবেদনের ঠিকানা : আইডিবি-বিআইএসইডাব্লিউ, আইডিবি ভবন, ৫ম তলা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
ফোন : ৯১৮৩০০৬, ফ্যাক্স : ৯১৮৩০০১

IDB Scholarship 24

 

 

 

Comments

comments

Comments are closed.