২০১৩ সালের জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উর্ত্তীর্ণ ছাত্রছাত্রীদের বৃত্তি দেবে মার্কেন্টাইল ব্যাংক। এ তিনটি স্তরে বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে যথাক্রমে ৭৫০, ১০০০, ১৫০০ টাকা হারে বৃত্তি পাবে। বৃত্তির মেয়াদ ১ বছর। মার্কেন্টাইল ব্যাংকের যেকোনো শাখা কিংবা ব্যাংকের ওয়েবসাইটে (www.mblbd.com) আবেদন ফরম পাওয়া যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল ২০১৪।
পুরো বিজ্ঞপ্তি পাবেন নিচের লিংকে-
http://infopedia.com.bd/wp-content/uploads/2014/04/Marcentile-Bank-Scholarship.jpg
মার্কেন্টাইল ব্যাংকের শিক্ষাবৃত্তি (সার্কুলার)