প্রচ্ছদ > শিক্ষা > স্কলারশিপ > সরকারি কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি
সরকারি কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি

সরকারি কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি

২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের সন্তানদের বৃত্তি দেবে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের সন্তান-সন্ততিদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করেছে।
প্রাথমিক শিক্ষা ছাড়া যেকোনো শিক্ষাকোর্সে অধ্যয়নরত অনধিক দুই সন্তানের জন্য একই ফরমে আবেদন করতে পারবেন। পূর্ববর্তী বার্ষিক পরীক্ষায় প্রত্যেক বিষয়ে পাস করে গড়ে ৫০ শতাংশ নম্বর অথবা বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে, তারা এ শিক্ষাবৃত্তি লাভের যোগ্য হবে।
ষষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের পূর্ববর্তী পরীক্ষার নম্বরপত্র/ট্রান্সক্রিপট এবং উচ্চ মাধ্যমিক/স্নাতক/স্নাতকোত্তর শ্রেণীর ক্ষেত্রেও বোর্ড/বিশ্ববিদ্যালয়ের নম্বরপত্র/ট্রান্সক্রিপটসহ আবেদনপত্রের সংশ্লিষ্ট কলাম যথাযথভাবে পূরণ করে আগামী ৫ জুনের মধ্যে নিজ নিজ অফিস প্রধানের মাধ্যমে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সংশ্লিষ্ট অফিসে পৌঁছাতে হবে।
পরীক্ষায় ফলাফলের মূল নম্বরপত্রের পরিবর্তে ফটোকপি কিংবা অনুলিপি প্রদান করা হলে তা অবশ্যই প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
কল্যাণ বোর্ডের বিভাগীয় কার্যালয় এবং প্রত্যেক জেলা প্রশাসকের অফিসের মাধ্যমে বিনামূল্যে ফরম বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও ওয়েবসাইট (www.bkkb.gov.bd) থেকে ফরম সংগ্রহ করা যাবে।
ফরম পূরণ করে স্ব স্ব অফিস প্রধানের মাধ্যমে ঢাকা মহানগরীতে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য পরিচালক (কর্মসূচি ও যৌথবীমা), বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, প্রধান কার্যালয়, ১ম-১২তলা, সরকারি অফিস ভবন (১১তলা), সেগুনবাগিচা; ঢাকা মহানগরী ছাড়া ঢাকা বিভাগে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য উপ-পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, ১ম-১২তলা, সরকারি অফিস ভবন (৩য় তলা), সেগুনবাগিচায় জমা দিতে হবে।
চট্টগ্রাম বিভাগে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য উপ-পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ  বোর্ড, বিভাগীয় কার্যালয়, সরকারি কার্যভবন-১, আগ্রাবাদ, চট্টগ্রাম; রাজশাহী বিভাগের জন্য উপ-পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, শ্রীরামপুর, রাজশাহী; খুলনা বিভাগের জন্য উপ-পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, বয়রা, খুলনা; বরিশাল বিভাগের জন্য উপ-পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, কাশিপুর, বরিশাল; সিলেট বিভাগের জন্য উপ-পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, আলমপুর, সিলেট এবং রংপুর বিভাগের জন্য উপ-পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, রংপুর ঠিকানায় জমা দিতে পারবে।

Comments

comments

Comments are closed.