প্রচ্ছদ > শিক্ষা > স্কলারশিপ > গবেষণায় জার্মানির বৃত্তি
গবেষণায় জার্মানির বৃত্তি

গবেষণায় জার্মানির বৃত্তি

কী বৃত্তি : জার্মানির অর্থনৈতিক সহায়তা এবং উন্নয়ন মন্ত্রণালয় জর্জ ফস্টার রিসার্চ অ্যাওয়ার্ডের আওতায় উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য গবেষণা বৃত্তি।
কারা দেবে : ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন।
কারা পাবে : পিএইচডি ও সমমানের ডিগ্রিধারীরা। জার্মানিতে ছয় মাস থেকে দুই বছরের মেয়াদে গবেষণার জন্য বৃত্তি দেওয়া হবে। মোট ৮০ জন গবেষক এ বৃত্তি পাবেন।
সুযোগ-সুবিধা : নির্বাচিত প্রত্যেক গবেষককে প্রতি মাসে দুই হাজার ৬৫০ ইউরো দেওয়া হবে।
কী কী লাগবে : আবেদনপত্র ডাউনলোড করার পর পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময় : ২০১৪ সালের মাঝামাঝি।
আবেদনের ঠিকানা : বিস্তারিত জানা যাবে www.humboldt-foundation.de ঠিকানায়।

Comments

comments

Comments are closed.