প্রচ্ছদ > শিক্ষা > স্কলারশিপ > ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি
ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি

ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি

কী বৃত্তি : গরিব মেধাবী শিক্ষার্থীদের এইচএসসি পর্যায়ে পড়াশোনার জন্য ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি।

কারা দেবে : ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন।

কারা পাবে : ২০১৪ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস করেছে এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। সিটি করপোরেশন এলাকার শিক্ষার্থীদের চতুর্থ বিষয় ছাড়া থাকতে হবে জিপিএ ৫। জেলা শহরের ছাত্রছাত্রীদের ৪.৭০ এবং প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের থাকতে হবে ন্যূনতম জিপিএ ৪.৫০।

সুযোগ-সুবিধা : বৃত্তির মেয়াদ দুই বছর। প্রতি মাসে দেওয়া হবে দুই হাজার টাকা। বছরে একবার বই কেনার জন্য আড়াই হাজার ও পোশাকের জন্য এক হাজার টাকা দেওয়া হবে।

কী কী লাগবে : ডাচ্-বাংলা ব্যাংকের যেকোনো শাখায় আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে সদ্য তোলা চার কপি পাসপোর্ট আকারের ছবি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সত্যায়িত মার্কশিট/ট্রান্সক্রিপ্ট ও টেস্টিমনিয়ালের ফটোকপি। পিতা-মাতার আয়ের সনদপত্রের দুটি কপির একটি একজন সরকারি কর্মকর্তা এবং অন্যটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় : ৩০ জুন ২০১৪।

আবেদনের ঠিকানা : ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন, সেনাকল্যাণ ভবন (পঞ্চম তলা),
১৯৫ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

Comments

comments

Comments are closed.