কী বৃত্তি : তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে বৃত্তি।
কারা দেবে : ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াক্ফ।
কারা পাবে : গ্র্যাজুয়েট/ফাজিল অথবা সিভিল/আর্কিটেকচার ডিপ্লোমা প্রকৌশলী এবং মাস্টার্সে অধ্যয়নরতরাও আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা : অ্যানিমেশন বিষয়ে ১৩ মাস, ডাটাবেস ডিজাইন ও ডেভেলপমেন্ট ১৫ মাস, এন্টারপ্রাইজ সিস্টেমস এনালিসিস ও ডিজাইন সি+ ডটনেট ১৬ মাস, এন্টারপ্রাইজ সিস্টেমস এনালিসিস ও ডিজাইন জেটুইই ১৬ মাস, নেটওয়ার্কিং টেকনোলজি ১৫ মাস ও ওয়েব প্রেজেন্ট সল্যুশন বিষয়ে ১৬ মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। স্কলারশিপ প্রোগ্রামের আওতায় থাকবে ১.২৫ লাখ টাকা সমমূল্যের প্রশিক্ষণ, ২০ হাজার টাকা সমমূল্যের ভেন্ডর সার্টিফিকেশন ও দুই হাজার টাকা হারে মাসিক ভাতা।
কী কী লাগবে : ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের যেকোনো শাখা থেকে ১০০ টাকায় আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
আবেদনের শেষ সময় : ৩০ সেপ্টেম্বর ২০১৪।
আবেদনের ঠিকানা : বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে ৯১৮৩০০৪, ৯১৮৩০০৫ অথবা ০১৯১৬২৫৫৮৫২ নম্বরে।
ওয়েসাইট : www.idb-bisew.org
-রায়হান আশরাফী