কী বৃত্তি : ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট এবং পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ে বৃত্তি।
কারা দেবে : শ্রীলঙ্কা সরকার।
কারা পাবে : মোট চারটি বৃত্তির জন্য প্রার্থী মনোনয়নের জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আন্ডারগ্র্যাজুয়েট প্রার্থীদের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১৫ অক্টোবর ২০১৪ তারিখে বয়স হতে হবে অনূর্ধ্ব ২৫। টোফেল স্কোর কমপক্ষে ৫২৫ অথবা আইইএলটিএস স্কোর থাকতে হবে কমপক্ষে ৬। পোস্টগ্র্যাজুয়েট প্রার্থীদের মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। ১৫ অক্টোবর ২০১৪ তারিখে বয়স অনূর্ধ্ব ৪৫ হতে হবে। টোফেল স্কোর কমপক্ষে ৫৫০ অথবা আইইএলটিএস স্কোর থাকতে হবে কমপক্ষে ৬.৫।
কী কী লাগবে : আবেদন ফরম পূরণ করে নিম্নলিখিত চার সেট কাগজপত্রসহ দাখিল করতে হবে। ১. সব পরীক্ষার সার্টিফিকেট, মার্কশিট এবং প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি। ২. জন্মসনদ, পাসপোর্টের সত্যায়িত ফটোকপি। ৩. মেডিক্যাল সার্টিফিকেট, ৪. পোস্টগ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য চাকরিরত প্রতিষ্ঠান প্রধান, সাবেক শিক্ষক কিংবা সুপারভাইজারের মধ্যে যেকোনো দুজনের প্রত্যয়নপত্র। ৫. গবেষণার প্রস্তাবনাপত্র। ৬. সব বাংলা সার্টিফিকেট, মার্কশিট এবং প্রশংসাপত্রের ইংরেজিতে অনুবাদ করা সত্যায়িত কপি।
আবেদনের শেষ সময় : ১৫ অক্টোবর ২০১৪।
আবেদনের ঠিকানা : আবেদন ফরম ও বিস্তারিত তথ্য পাবেন শ্রীলঙ্কা সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mohe.gov.lk)।
::: রায়হান আশরাফী