প্রচ্ছদ > শিক্ষা > স্কলারশিপ > বেকারদের আইটি প্রোগ্রামে বৃত্তি দেবে হাই-টেক পার্ক
বেকারদের আইটি প্রোগ্রামে বৃত্তি দেবে হাই-টেক পার্ক

বেকারদের আইটি প্রোগ্রামে বৃত্তি দেবে হাই-টেক পার্ক

বাংলাদেশের শিক্ষিত বেকারদের আইটি প্রোগ্রামে প্রশিক্ষিত করে বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে হাই-টেক পার্ক। এজন্য স্নাতক ও ডিপ্লোমা পাশ শিক্ষার্থীদের আবেদন করতে  পারবে।

কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ‘সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর’ প্রকল্পের আওতায় বেকারদের এ বৃত্তি দেয়া হবে।

জানানো হয়েছে, অ্যাপ্লাইড অবজেক্ট ওরিয়েন্টেট প্রোগ্রামিং ইউজিং সি সার্প ডটনেট, অ্যাপ্লাইড অবজেক্ট প্রোগ্রাম ইউজিং জাভা, এসকিউএল ল্যাংগুয়েজ, সফটওয়্যার টেস্টিং  কোয়ালিটি অ্যাসুরেন্স এর উপর প্রশিক্ষণ দেয়া হবে।

আবেদনের শেষ তারিখঃ ৯ নভেম্বরের ২০১৪

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*