বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে উচ্চতর শিক্ষায় (এমএস, পিএইচডি, পিএইচডি উত্তর) ফেলোশিপ। দেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বিজ্ঞানের বিষয়সমূহে ৩৩টি ফেলোশিপ দেওয়া হবে। এমএস (বিদেশে) ১৩টি, পিএইচডি (বিদেশে) ৬টি, পিএইচডি (দেশে) ৭টি এবং পিএইচডি উত্তর (দেশে) ৭টি বৃত্তি দেওয়া হবে। বয়সসীমা ৩৫ বছর। তবে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত গবেষণা উন্নয়ন সংস্থায় কর্মরত গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে বয়স ৪০ বছর। পিএইচডি উত্তর কোর্সে কোনো বয়সসীমা নেই। উচ্চশিক্ষার সব খরচ এ ফেলোশিপের আওতায় পড়বে।
আবেদনের ঠিকানা প্রকল্প পরিচালক, বঙ্গবন্ধু ফেলোশিপ অন সাইন্স অ্যান্ড আইসিটি প্রকল্প, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, ৩৪, ড. কুদরত-ই-খুদা সড়ক, ধানমন্ডি, ঢাকা-১২০৫। আবেদনপত্র প্রকল্প পরিচালকের কাছ থেকে সরাসরি অথবা ডাকযোগে অথবা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.most.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে। আবেদনপত্রের সঙ্গে লাগবে সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট আকারের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, পরীক্ষার মার্কশিটের সত্যায়িত কপি, সংশি্লষ্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণাকর্মের সুপারভাইজারের মতামত এবং স্পন্সরশিপ সার্টিফিকেট। সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের কর্র্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অধ্যয়নরত প্রার্থীদের স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৪ ডিসেম্বর ২০১৪।
বিজ্ঞপ্তি পাওয়া যাবে নিচের ওয়েবলিংকে-
http://most.portal.gov.bd/sites/default/files/files/most.portal.gov.bd/npfblock//BB%20Felloship%20on%20SICT.pdf
যোগাযোগ : মো: সাইফুল্লাহ (অতিরিক্ত সচিব), প্রকল্প পরিচালক
ফোন : ০২৯৬৭৭৪৮৫
ই-মেইল : mdsaifullah56@yahoo.com
