প্রচ্ছদ > শিক্ষা > ভর্তি বিজ্ঞপ্তি > জাবি ভর্তি পরীক্ষায় শর্ত শিথিল করা হলো, বেড়েছে আবেদনের সময়
জাবি ভর্তি পরীক্ষায় শর্ত শিথিল করা হলো, বেড়েছে আবেদনের সময়

জাবি ভর্তি পরীক্ষায় শর্ত শিথিল করা হলো, বেড়েছে আবেদনের সময়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এবার বিভিন্ন বিভাগের ভর্তি পরীক্ষার শর্ত শিথিল করা হয়েছে। একই সঙ্গে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা ২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার জাবির ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত কয়েক দিন ধরে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভর্তি পরীক্ষার শর্ত শিথিল করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় আবেদনপত্র উত্তোলনের ক্ষেত্রে কয়েকটি বিভাগে বাংলা ও ইংরেজি বিষয়ে পৃথকভাবে ‘এ’ গ্রেড অথবা ‘এ-’ গ্রেড পাওয়ার শর্তারোপ করা হয়। এ শর্তের কারণে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের অনেকেই সংশ্লিষ্ট বিভাগগুলোতে আবেদন করতে না পারায় তারা গত মঙ্গলবার থেকে কর্মবিরতিসহ ধর্মঘট পালন করে আসছে। পরে বৃহস্পতিবার উপাচার্যের সঙ্গে কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতারা দেখা করলে তিনি তাদের কাছ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় চান।

গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তির শর্তগুলো শিথিল করার কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব বিভাগে ভর্তিতে ‘এ’ গ্রেড বা ‘এ-’ গ্রেড শর্তারোপ করা ছিল সেসব বিষয়ের ক্ষেত্রে শর্ত কমিয়ে ‘এ-’ গ্রেড বা ‘বি’ গ্রেড করা হয়েছে। একই সঙ্গে ভর্তি পরীক্ষার আবেদনের সময়কাল ৩১ আগস্ট থেকে বৃদ্ধি করে ২ সেপ্টেম্বর করা হয়।

Comments

comments

Comments are closed.