প্রচ্ছদ > শিক্ষা > পরীক্ষার রুটিন > খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর শুরু
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা আগামী ৩০ ও ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। খুবিতে এবার এক হাজার ২৫টি আসনের জন্য পরীক্ষার্থী প্রায় সাড়ে ৩১ হাজার।
ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মূল কেন্দ্র ও শহরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানকে উপ-কেন্দ্র হিসেবে নির্ধারণ করে পরীক্ষার বিস্তারিত সময়সূচি, আসন বিন্যাস চূড়ান্ত করা হয়েছে।
ভর্তি পরীক্ষার প্রথম দিন আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং একইদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জীব বিজ্ঞান স্কুল, ৩১ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কলা ও মানবিক স্কুল এবং একই দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান স্কুল, ১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং একইদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্রে এবার রোল নং- ০০০১ থেকে ৩৬৫০ পর্যন্ত, খুলনা সিটি কর্পোরেশন উইমেন্স কলেজ উপ-কেন্দ্রে ৩৬৫১ থেকে ৫৮০০ পর্যন্ত, রেভারেন্ড পল্স হাইস্কুল উপ-কেন্দ্রে ৫৮০১ থেকে ৬২০৪ পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*