প্রচ্ছদ > শিক্ষা > ফলাফল > চবিতে ‘ই’ ইউনিটে ৯৮ শতাংশ ফেল
চবিতে ‘ই’ ইউনিটে ৯৮ শতাংশ ফেল

চবিতে ‘ই’ ইউনিটে ৯৮ শতাংশ ফেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভর্তি পরীক্ষায় (ই ইউনিট) ৯৮ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছে। বুধবার সকালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর আগে, মঙ্গলবার ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার জন্য ১৪ হাজার ৮০৩ জন শিক্ষার্থী আবেদন করলেও অংশ নেয় ১১ হাজার ২০৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১৮৩ জন শিক্ষার্থী পাশ করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এসএম আকবর হোসাইন। যা মোট শিক্ষার্থীর ১ দশমিক ৬৩ শতাংশ। তিনি বলেন, ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর উঠেছে ৭৩ এবং সর্বনিম্ন ৫৪ দশমিক ৭৭। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে নয়টি সংরক্ষিতসহ ১২৯টি আসন রয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের এই কর্মকর্তা। ফল বিপর্যয় প্রসঙ্গে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক বলেন, দুই শতাংশেরও কম শিক্ষার্থী পাশ করার বিষয়টি আমাদের আশাহত করেছে। প্রশ্নপত্রের ধরণও আমরা অতীতের মতো রেখেছিলাম। তিনি জানান, আইন অনুষদের পরীক্ষায় ইংরেজি বিষয়ের উপর প্রশ্ন বেশী করা হয়। এছাড়া, প্রত্যেকটি বিষেয়ে আলাদা আলাদাভাবে পাশ করতে হয়। শিক্ষার্থীদের গতানুগতিক পড়ালেখা ও কোচিং নির্ভরতার কারণে এ বিপর্যয় ঘটতে পারে। এসময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরেও শিক্ষার পরিবর্তন আনার কথাও বলেন এই শিক্ষক।  বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বাংলানিউজকে বলেন, আইন অনুষদের পরীক্ষার প্রশ্ন সব সময় অন্য অনুষদের তূলনায় একটু কঠিন হয়। তবে, এই বিপর্যয়ের জন্য শিক্ষার্থীদেরকেই তাদের দূর্বলতা খুঁজে বের করতে হবে।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*