প্রচ্ছদ > শিক্ষা > ফিচার > এসএসসি পরীক্ষা ২০১৫ প্রস্তুতি: ইংরেজি প্রথম পত্র
এসএসসি পরীক্ষা ২০১৫ প্রস্তুতি: ইংরেজি প্রথম পত্র

এসএসসি পরীক্ষা ২০১৫ প্রস্তুতি: ইংরেজি প্রথম পত্র

২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা। ইংরেজি প্রথম পত্রে কিভাবে ভালো নম্বর পাবে? জানাচ্ছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক হাসিনা পারভীন

ইংরেজি প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন পদ্ধতিতে এসেছে অনেক পরিবর্তন। PART-A অংশে ৫০ নম্বরের Reading Test এবং PART-B অংশে ৫০ নম্বরের Writing Test রাখা হয়েছে।
Part-A অংশে বিগত বছরে একটি Passage থাকলেও এ বছর থেকে দুটি Passage থাকবে। প্রথম Passage থেকে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্নে থাকবে সাতটি Multiple Choice, সঠিক উত্তরটি Number ও Sub number দিয়ে লিখবে। দ্বিতীয় প্রশ্নে পঁাচটি প্রশ্নের উত্তর করতে হবে। সংক্ষেপে এক থেকে দুই লাইনের মধ্যে প্রতিটি প্রশ্নের উত্তর করবে। তৃতীয় প্রশ্নের উত্তরে নির্ধারিত শব্দের মধ্যে প্রথম Passage-এর Summary লিখতে হবে। সংক্ষেপে মূল বক্তব্য ফুটিয়ে তুলতে পারলে ভালো নম্বর পাওয়া সম্ভব। প্রশ্নে শব্দসংখ্যা উলে্লখ না থাকলে Passage-এর এক-তৃতীয়াংশ লিখবে।
দ্বিতীয় Passage থেকে চতুর্থ প্রশ্নের Table-টি প্রয়োজনীয় Information দিয়ে পূরণ করতে হবে। প্রশ্নে উলি্লখিত Number দিয়ে শুধু সঠিক Informationটি খাতায় লিখলেই হবে, টেবিল অঁাকার প্রয়োজন নেই। পঞ্চম প্রশ্নের Fill in the gaps without clues এক শব্দের মধ্যে উত্তর করতে হবে; কোনোভাবেই একের অধিক শব্দ ব্যবহার করা যাবে না। সঠিক শব্দ বেছে নেওয়ার জন্য দ্বিতীয় Passageটি ভালোভাবে পড়ার বিকল্প নেই। ৬ নম্বর প্রশ্নে দুই কলামের Table দেওয়া থাকবে। কলাম ÈA’-এর অংশের সঙ্গে কলাম ÈB’-এর অংশ মিলিয়ে  পঁাচটি Meaningful Sentence লিখবে। ৭ নম্বর প্রশ্নে Re-arrangement দেওয়া থাকবে। উত্তরের ক্ষেত্রে প্রথমে Sequence অনুসারে কলামের মাধ্যমে দেখাবে এবং পরে ধারাবাহিকভাবে Paragraph আকারে সাজিয়ে লিখতে হবে।
Part-B অংশে ৮ থেকে ১২ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। আট নম্বরে Paragraph লিখবে প্রশ্নে উলি্লখিত নির্ধারিত শব্দের মধ্যে। যে পঁাচটি প্রশ্ন উলে্লখ করা হবে Paragraph-এ অবশ্যই সবগুলোর উত্তর থাকতে হবে। অনেকের একটি ভুল ধারণা থাকে English For Today বইয়ের আলোকে Paragraph আসবে∏তা ঠিক নয়, যেকোনো বিষয়ের ওপর লেখার প্রস্তুতি রাখবে। ৯ নম্বর প্রশ্নে একটি Story শুরুর কয়েকটি লাইন দেওয়া থাকবে এবং নতুন ১০টি Sentence যোগ করে এমনভাবে শেষ করবে যেন একটি মূলভাব ফুটে উঠে, তবে মূলভাবটি কখনো উলে্লখ করবে না। মনে রেখো, Story-তে ভালো নম্বর পাওয়ার জন্য একটি সুন্দর ও উপযুক্ত Title খুবই গুরুত্বপূর্ণ। ১০ নম্বর প্রশ্নে গ্রাফ/চার্ট বা পাই চার্ট বিশে্লষণ করতে হবে, যা সম্পূর্ণ নতুনভাবে এ বছরই যোগ হয়েছে। একটি গ্রাফে কিছু তথ্য-উপাত্ত দেওয়া থাকবে, তথ্যগুলো ভালোভাবে বিশে্লষণ করে Summary বা মূল যে বিষয়টি বোঝানো হয়েছে, তা নির্ধারিত শব্দের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। অনেক ক্ষেত্রে চার্ট বা পাই চার্ট দেওয়া থাকতে পারে। Informal Letter লিখতে হবে ১১ নম্বর প্রশ্নের উত্তরে। থাকতে পারে বন্ধুর কাছে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা পিতার কাছে কোনো বিষয় অবগত করে চিঠি। এ ধরনের লেখায় যে ছয়টি মূল বিষয় আছে সে অনুযায়ীই লিখবে। লেখার শেষে অবশ্যই Envelope এঁকে ঠিকানা লিখতে হবে। শেষ প্রশ্নের উত্তরে বিগত বছরের মতোই Dialogue লিখতে হবে। দু&জনের মধ্যে আলাপচারিতার ক্ষেত্রে ধারাবাহিকতা যেন বজায় থাকে সে দিকে লক্ষ রাখবে। প্রতিটি উক্তিই Direct Speech-এ হবে এবং এমনভাবে সাজাবে যেন উভয়ের ক্ষেত্রেই সমান আলাপচারিতা থাকে।
Paragraph, Letter ও Dialogue-এ ভালো নম্বর পেতে নিয়মিত চর্চা করতে হবে। যেসব প্রশ্নে Word Limit থাকে তা অবশ্যই সে অনুসারেই লিখবে। একটু সতর্কতার সঙ্গে উত্তর করলেই ইংরেজি প্রথম পত্রে A+ পাওয়া সম্ভব।

Comments

comments

Comments are closed.