প্রচ্ছদ > শিক্ষা > পড়ালেখা > এসএসসি ২০১৫ প্রস্তুতি : ইংরেজি দ্বিতীয় পত্র
এসএসসি ২০১৫ প্রস্তুতি : ইংরেজি দ্বিতীয় পত্র

এসএসসি ২০১৫ প্রস্তুতি : ইংরেজি দ্বিতীয় পত্র

২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা। ইংরেজি দ্বিতীয় পত্রে কিভাবে ভালো নম্বর পাবে? জানাচ্ছেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সহকারী অধ্যাপক রাশেদ আল মাহমুদ

PART-A অংশে ৬০ নম্বরের Grammar এবং PART-B অংশে ৪০ নম্বরের Writing Test থাকবে।
প্রথম প্রশ্নে Fill in the blanks with clues-এ একটি শব্দ একাধিকবার এবং form পরিবর্তন করে ব্যবহার করা যাবে, তাই উত্তরের শুরুতে পুরো Passage-টি ভালোভাবে পড়ে নেবে। দ্বিতীয় প্রশ্নে Fill in the blanks একটি শব্দ দিয়ে পূরণ করতে হবে, কোনো Phrase ব্যবহার করা যাবে না। তৃতীয় প্রশ্নে পুরো Table একবার পড়ে উত্তর করতে হবে। প্রথম Column-এর Subject, দ্বিতীয় Column- verb-এর সঙ্গে তৃতীয় Column-এর বাকি অংশটুকু যোগ করে সঠিক Sentence গঠন করতে হবে। বিগত বছরে চতুর্থ প্রশ্নের Fill in the blanks-এ পঁাচটি শূন্যস্থান থাকলেও এবার ১০টি শূন্যস্থান Right forms of verbs দ্বারা পূরণ করতে হবে। পুরোটি একনাগাড়ে পড়ে Clue-এর সঙ্গে মিলিয়ে নেবে এবং এর প্রয়োজনমতো Tense পরিবর্তন করে নেবে, এতে ধারাবাহিকতা বজায় থাকবে।
একটি Passage Narration দেওয়া থাকবে ৫ নম্বর প্রশ্নে, Direct Speech-গুলো Indirect Speech-এ রূপান্তরিত করে পুরো উত্তর লিখবে। বিভিন্ন ধরনের Expression এবং Rules একত্রে থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই Tense-এর ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এদিকে সতর্ক থাকতে হবে। উপযুক্ত Expression এবং সহজ Rules ব্যবহার করে format অনুযায়ী সহজ বাক্যে লেখাই ভালো। ৬ নম্বর প্রশ্নে থাকে Transformation, প্রতিটি Sentence-কে প্রশ্নে নির্ধারিত Simple, complex, compound, assertive বা positive-এ রূপান্তর করতে হবে। Exclamatory Sentence-এর শেষে প্রয়োজনমতো চিহ্ন অবশ্যই ব্যবহার করা লাগে। Rules জানা থাকলে সহজেই প্রতিটি বাক্যকে পরিবর্তন করা যাবে।
৭ নম্বর প্রশ্নে Completing Sentence-এর ক্ষেত্রে Clause ব্যবহার করে পুরো sentence-টি লিখে উত্তর করতে হবে। ৮ নম্বর প্রশ্নে Suffix and Prefix নতুন যুক্ত হয়েছে। পুরোটি পড়ে উত্তর করবে। একবার না পড়ে উত্তর শুরু করলে ভুল হতে পারে। একই সঙ্গে Suffix এবং Prefix ব্যবহার হতে পারে। ৯ নম্বর প্রশ্নের Tag questions পুরো Sentence লিখে উত্তর করবে। শুধু উত্তর লিখলে নম্বর কাটা যেতে পারে।
১০ নম্বর প্রশ্নে Connectors ব্যবহার করে উত্তর করতে হবে। ১১ নম্বর প্রশ্নে প্রয়োজন অনুযায়ী Capital Letter এবং Punctuation ব্যবহার করে শুদ্ধ Sentence তৈরি করতে হবে। যে অংশে পরিবর্তন করা হবে তা Underline করে দেওয়া ভালো।
PART-B অংশে আসা যাক। ১২ নম্বর প্রশ্নে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে Cover Letter-সহ চাকরির জন্য Application করতে হবে। মনে রাখবে, চাকরির আবেদনপত্র সাধারণ Application-এর মতো লেখা যাবে না। সুন্দরভাবে Cover Letter উপস্থাপন করতে হবে এবং সাবলীল ভাষায় নিজের যোগ্যতা তুলে ধরবে। Cover Letter সঠিকভাবে উপস্থাপন করলে ভালো নম্বর পাওয়া সম্ভব। ১৩ নম্বর প্রশ্নে Application লেখার ক্ষেত্রে অবশ্যই বঁা পৃষ্ঠায় লেখা আরম্ভ করবে এবং ডান পাশে শেষ করা যাবে। Application-এর শুরুতে Date বঁা পাশে লেখা হলে শেষে নামও বঁা পাশে লিখতে হবে। একটি নির্ধারিত format মেনে লিখতে পারলে অবশ্যই ভালো হবে।
১৪ নম্বর প্রশ্নে Paragraph লিখবে এক প্যারায়, একের অধিক প্যারা করলে শুধু প্রথম প্যারার জন্যই নম্বর দেওয়া হবে। শুরু ও শেষের অংশটুকু সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, প্রয়োজনীয় তথ্য উলে্লখ করতে হবে। অপ্রাসঙ্গিক কথা এনে দীর্ঘায়িত করার প্রয়োজন নেই। ১৫ নম্বরে Composition থাকবে-প্যারা আকারে লিখতে হবে, Subtitle দেওয়ার প্রয়োজন নেই। Introduction ও Conclusion সুন্দর হতে হবে, প্রচলিত word ব্যবহার করে ফুটিয়ে তুলতে হবে।
Fill in the blanks-এর প্রশ্নগুলো Number দিয়ে শুধু উত্তর লিখলেই হবে, প্রতিটি ভালোভাবে পড়ে উত্তর শুরু করবে। PART-A অংশে Grammar-এর Rules-গুলো বারবার চর্চা করে মনে রাখতে হবে। এ অংশে সব প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে পারলে এবং সুন্দর পরিবেশনা থাকলে সহজেই A+ পাওয়া সম্ভব।

Comments

comments

Comments are closed.