প্রথম শ্রেণির ভর্তিতে এবারও হবে লটারিতে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২০ এরই মধ্যে চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবার মহানগরী ও জেলা সদরের পাশাপাশি উপজেলা পর্যায়ের স্কুলগুলোতেও ভর্তি আবেদন অনলাইনে গ্রহণ করতে বলা হয়েছে। ৩০ অক্টোবর ২০১৯ মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে এক সভায় এই নীতিমালা চূড়ান্ত করা হয়।
সভা সূত্র জানায়, আগের মতো এবারও প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এমসিকিউর (মাল্টিপল চয়েজ কোয়েশ্চন) মাধ্যমে নেওয়ার প্রস্তাব করা হলেও সবার আলোচনা শেষে লিখিত পরীক্ষাই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, আগামী শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য একজন শিশুর বয়স হতে হবে ছয় বছরের উপরে। ঢাকা মহানগরীর ৩৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে তিনটি গুচ্ছে ভাগ করে পরীক্ষা নেওয়া হবে। একজন শিক্ষার্থী একটি গুচ্ছের একটি স্কুলেই আবেদন করতে পারবে। আগের মতোই বিদ্যালয়-সংলগ্ন ক্যাচমেন্ট এরিয়ার জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ করা হবে। আর বাকি ৬০ শতাংশ সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে মুক্তিযোদ্ধা কোটা, শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের জন্য কোটা সংরক্ষণ করা হবে।
২০২০ শিক্ষাবর্ষে ভর্তির জন্য সব মহানগরী, বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তির আবেদন গ্রহণ, আবেদনের ফি গ্রহণ এবং ফলাফল প্রকাশ অনলাইনে করতে হবে। তবে কোনো কারণে অনলাইনে করা সম্ভব না
হলে শুধুমাত্র উপজেলা পর্যায়ের স্কুলগুলোর জন্য ম্যানুয়ালি আবেদনের সুযোগ রাখা হয়েছে। এবার আবেদন ফি ধরা হয়েছে ১৭০ টাকা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে’র (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. মো. আবদুল মান্নান বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের সভায় নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। দু-একদিনের মধ্যেই তা সার্কুলার আকারে জারি হবে। এরপর আমরা প্রধান শিক্ষকদের নিয়ে বসব। তাদের সঙ্গে আলোচনা করে অনলাইনে আবেদন, ভর্তি পরীক্ষা গ্রহণসহ অন্যান্য সময়সূচি ঠিক করা হবে।’