গত ৩১ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও করোনাভাইরাসজনিত মহামারি পরিস্থিতির কারণে ভর্তি কার্যক্রম শুরু হয়নি। একাদশ শ্রেণিতে (এইচএসসি) ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে বলে দুশ্চিন্তায় ছাত্রছাত্রী ও অভিভাবকরা। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বিষয়ে জাতীয় সংসদকে জানান, শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করে নীতিমালার আলোকে ভর্তি কার্যক্রম শুরু হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণের পরিস্থিতিতেও ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২০ প্রণয়ন করা হয়েছে। কোভিড-১৯ এর কারণে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ভর্তির বিষয়ে শিক্ষা বোর্ড প্রস্তুত রয়েছে। শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করে ভর্তি কার্যক্রম শুরু হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে শিক্ষার্থীরা যাতে সংক্রমিত না হয় তার জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থীদের শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখার লক্ষ্যে এবং শিক্ষার মান ধরে রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে।’
.