প্রচ্ছদ > শিক্ষা > ক্যাম্পাস > ববি কর্মকর্তা পরিষদ: সভাপতি বাহাউদ্দিন গোলাপ, সম্পাদক আবু হাচান
ববি কর্মকর্তা পরিষদ: সভাপতি বাহাউদ্দিন গোলাপ, সম্পাদক আবু হাচান

ববি কর্মকর্তা পরিষদ: সভাপতি বাহাউদ্দিন গোলাপ, সম্পাদক আবু হাচান

নান্দনিক, নিরপেক্ষ, দৃষ্টিনন্দন এক নির্বাচন হয়ে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ে। বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন নির্বাচন ২০২১ এর প্রধান নির্বাচন কমিশনার কথাসাহিত্যিক, কলামিস্ট ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সহকারী পরিচালক এস. এম. আরাফাত শাহরিয়ারের নানা সৃজনশীল ও ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা এখন সবার মুখে মুখে। ব্যতিক্রম এই নির্বাচনে ভোটারের ব্যালটে জয়ী হয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. বাহাউদ্দিন গোলাপ। তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার, বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বরিশালের সমন্বয়কারী ও ৭১’র চেতনা কেন্দ্রীয় কমিটির সভাপতি। অবাধ, নিরপেক্ষ এ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কার্যালয়ের সহকারী পরিচালক আবু হাচান, তিনি এর আগে এই সংগঠনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার এস এম আরাফাত শাহরিয়ার জানান, ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) ভবনে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন সম্পন্ন হয়। কমিটির নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন–সহ-সভাপতি মো. সোলায়মান খান, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. উম্মাতুল ইসলাম সিয়াম, দপ্তর সম্পাদক মো. হাসিব মিয়া, প্রচার সম্পাদক মো. আরহাম সাঈদ ও মহিলা বিষয়ক সম্পাদক মোসা. নূসরাত জাহান। সমাজকল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন মো. নূর ইসলাম। কার্যকরী সদস্য নির্বাচিত হন মো. মিজানুর রহমান, সাইফুল আলম ও মশিউর রহমান খান। নির্বাচিত নেতৃবৃন্দ আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন প্রার্থী ও ভোটারদের নিয়ে নির্বাচনের আগের দিন আয়োজন করে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের। অনুষ্ঠানে সভাপতি প্রার্থী মো. বাহাউদ্দিন গোলাপ ও মো. রফিকুল ইসলাম সেরনিয়াবাত একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একে অপরকে মিষ্টিমুখও করান তারা। একইভাবে সাধারণ সম্পাদক প্রার্থী আবু হাচান ও ডাঃ মো. তানজীন হোসেন একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং একে অপরের মুখে মিষ্টি তুলে দেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ভোটকেন্দ্রে প্রথমবারের মতো শোভা পায় নির্বাচন কমিশনের রঙিন সব পোস্টার ও ফেস্টুন। নির্বাচন আচরণবিধি ও নিয়মাবলি সম্বলিত বিশাল একটি ব্যানারে টাঙ্গিয়ে দেওয়া হয় ভোটকেন্দ্রে। ‘নো মাস্ক, নো ভোট’, ‘আমার ভোট আমি দেব, যাকে পছন্দ তাকে দেব’, ‘প্রতিযোগিতা নয় উৎসব, বিজয়ের মালা সবার হোক’, ‘হয় জিত নয় হার, করব না মন ভার’ এরকম নানা ফেস্টুন দৃষ্টি কাড়ে ভোটার, প্রার্থী, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীসহ সবার। নির্বাচনটি আক্ষরিক অর্থেই ছিল একটি উৎসব। ভোটকেন্দ্র ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনের খোলা প্রান্তরে সবাই চেয়ার পেতে বসে রোদ পোহাতে পোহাতে মেতে উঠে প্রাণবন্ত আড্ডায়। প্রথমবারের মতো ভোটার, প্রার্থীসহ সবার জন্য দুপুরের খাবারের আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো নির্বাচন কমিশন। নির্বাচন পরিণত হয় বনভোজনে।

করোনা পরিস্থিতি বিবেচনায় প্রথমবারের মতো ৮টি গ্রুপে ভাগ করা হয় সব ভোটারদের। এতে প্রতি গ্রুপের সর্বোচ্চ ১০ জন ভোটারের জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয় ৩০ মিনিট করে। দুটি বুথ থাকায় প্রতি ভোটার সময় পান অন্তত ৬ মিনিট করে। গ্রুপভিত্তিক ভোটারদের সময় নির্ধারণের বিষয়টি কোনো নির্বাচনে প্রথম হলেও অনন্য এই উদ্যোগকে ইতিবাচকভাবে নেন ভোটাররা। নির্বাচন কেন্দ্রে স্বাস্থ্যবিধি অনুসারে গোল চিহ্ন দিয়ে নির্ধারিত দূরত্বে দাঁড়ানোর স্থান চিহ্নিত করে দেওয়া হয়, যেখানে উপস্থিত ভোটাররা দাঁড়ান ও সুশৃঙ্খলভাবে ভোট দেন। নির্বাচন কমিশন প্রার্থী, ভোটার, গণমাধ্যমকর্মী ও নির্বাচন সংশ্লিষ্ট প্রত্যেকের জন্য মাস্কের ব্যবস্থা রাখে কেন্দ্রে। ভোটকেন্দ্রে প্রবেশের পথে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার ও স্বাস্থ্য সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়। স্বাস্থ্যবিধি রক্ষার জন্য এসব উদ্যোগ দৃষ্টান্তমূলক বলে মত দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেকেই। সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ কগনিশনের সাধারণ সম্পাদক, গণমাধ্যমকর্মী কাজী হাফিজুর রহমান উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনটি সম্পন্ন হয়েছে।’

প্রধান নির্বাচন কমিশনার যখন ফল ঘোষণা করছিলেন, সভাপতি পদে বিজয়ী মো. বাহাউদ্দিন গোলাপের নাম ঘোষণা করতেই এ পদে হেরেও অপর প্রার্থী মো. রফিকুল ইসলাম সেরনিয়াবাত বিজয়ী প্রার্থীকে বুকে জড়িয়ে নেন ও উচ্ছ্বাস প্রকাশ করেন। এরকম নজির বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিরল। নবনির্বাচিত সভাপতি মো. বাহাউদ্দিন গোলাপ বলেন, ‘বৈশ্বিক মহামারির মধ্যেও সবটুকু স্বাস্থ্যবিধি অনুসরণ করে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। কমিশনের নান্দনিক ও অনন্যসাধারণ এই আয়োজন আগামী দিনগুলোতে দৃষ্টান্ত হয়ে থাকবে।’

বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাচান বলেন, ‘যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সুন্দর ও মনোরম পরিবেশে নির্বাচন আয়োজন একটি মাইলফলক হয়ে থাকবে। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কার্যক্রমের শুরু থেকেই নতুনত্ব এনেছেন। এই প্রথম প্রার্থীরা সাধারণ ভোটারদের মুখোমুখি হয়েছেন। প্রার্থীদের একে অপরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া ও একে অপরকে মিস্টিমুখ করানোসহ অনেক বিষয়ই ছিল নতুন ও দারুণ প্রশংসনীয় কাজ। এরকম নানা ইতিবাচক উদ্যোগ এবারের নির্বাচনকে সফল নিবাচনে রূপ দিয়েছে। প্রার্থী ও ভোটারদের মধ্যে এত উৎসাহ উদ্দীপনা আগের কোনো নির্বাচনে চোখে পড়েনি।’

Comments

comments

Comments are closed.