প্রচ্ছদ > শিক্ষা > পড়ালেখা > স্থগিত এসএসসি পরীক্ষা কবে হবে?
স্থগিত এসএসসি পরীক্ষা কবে হবে?

স্থগিত এসএসসি পরীক্ষা কবে হবে?

বন্যার কারণে স্থগিত এসএসসি ও সমমানের পরীক্ষা কবে হবে? এ নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকেরা। স্থগিত হওয়া ২০২২ সালের এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষা ঈদুল আযহার আগে হচ্ছে না। ঈদের পরপরই এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হবে। দেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৭ জুন সব শিক্ষাবোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।

রুটিন ঈদের পরপরই
ঈদ হবে আগামী ১০ জুলাই। অন্যদিকে ঈদের ছুটি শেষ হবে আগামী ১৭ জুলাই । ঈদের আগেই বন্যার পানি নেমে যেতে পারে। এর পরপরই এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হবে। রুটিন প্রকাশের ৭ থেকে ১০ দিন পর পরীক্ষা শুরু হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক জানান, আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে শুরু হতে পারে । তবে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু না করতে পারলে আগস্টের প্রথম সপ্তাহে অবশ্যই পরীক্ষা শুরু করতে চায় শিক্ষা বোর্ড। তবে ঈদুল আজহার পরপরই নতুন করে পরীক্ষার রুটিন প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।

পরীক্ষা হবে কোন কোন বিষয়ে?
এবারের এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের নম্বর কমিয়ে অনুষ্ঠিত হবে। স্বাভাবিকভাবেই পরীক্ষার সময়ও কমবে। এছাড়া এসএসসি সমমানের পরীক্ষা হতে বাদ দেওয়া হয়েছে সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, । গত ১ মার্চ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির বিজ্ঞপ্তিতে এসএসসি সমমান পরীক্ষার পাঠ্যসূচি থেকে এসব বিষয় বাদ দিয়ে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কত পরীক্ষার্থী অংশ নেবে
২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সর্বমোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী অংশ নেবে। ৯টি সাধারণ বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৫ লাখ ৯৯ হাজার ৭১১। ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন দাখিলে এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষায় ভালো ফল করতে চাইলে শিক্ষার্থীদের প্রতি প্রস্তুতি চালিয়ে যাওয়ার পরামর্শ শিক্ষকদের।

এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে
এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে। তবে পরীক্ষা কখন শুরু করা হতে পারে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি আন্তশিক্ষা বোর্ড সমন্বয় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি। বন্যা পরিস্থিতির উন্নতি হলেই স্থগিতকৃত এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশের কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। এইচএসসি পরীক্ষার রুটিনও তাই ঈদের আগে প্রকাশ করা হচ্ছে না। এ রুটিন প্রকাশ করা হবে এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশের পর।

.

Comments

comments

Comments are closed.