আজ বৃহস্পতিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে সপ্তম জাতীয় দেয়াল পত্রিকা উৎসব ও প্রতিযোগিতা। চলবে ২২ মার্চ শনিবার পর্যন্ত।
উৎসব আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন জানান, আজ সকালে একাডেমি প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করা হয়। তিন দিনের এ উৎসবে দেশের ৭০টি স্কুল-কলেজসহ শতাধিক প্রতিষ্ঠানের দুই শতাধিক দেয়াল পত্রিকা স্থান পেয়েছে।
প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও সাতটি সাধারণ স্থানসহ মোট ১০টি পত্রিকাকে পুরস্কারের জন্য নির্বাচন করা হবে। প্রথম স্থান ২০ হাজার, দ্বিতীয় স্থান ১০ হাজার ও তৃতীয় স্থান বিজয়ী ৫ হাজার টাকাসহ ক্রেস্ট পাবে।
আগামী শুক্রবার সমাপনী দিনে সকাল সাড়ে ১১টায় দেয়াল পত্রিকা প্রতিযোগিতার বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
