মে দিবসে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ পথনাটক পরিষদসহ নানা সংগঠনের আয়োজন থাকছে-
উদীচীর প্রচার সম্পাদক গ্লিটজকে জানান, রাজধানীর মিরপুরে সকালে গণসংগীত দিয়ে শুরু হবে তাদের আয়োজন। মিরপুরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ট্রাকে করে গণসংগীত গাইবেন তারা। ট্রাকটি মিরপুর ১০ নম্বর গোল চত্বর, ১২ নম্বর চত্বর, কালশী ও পূরবী সিনেমা হল সংলগ্ন এলাকায় ভ্রমণ করবে।
বিকাল সাড়ে পাঁচটায় তেজগাঁও শহীদ মিনার সংলগ্ন মোড়ে উদীচী ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে গণসংগীত পরিবেশনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভাশেষে শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের গল্প নিয়ে থিয়েটার গ্রুপ ‘প্রাচ্যনাট’ পরিবেশন করবে পথনাটক ‘আগুন খেলা’।
তেজগাঁও ছাড়া মিরপুরেও থাকছে উদীচী ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আলোচনা সভা। মিরপুরের সেনপাড়া বিআরটিএ কার্যালয় সংলগ্ন রাস্তায় বিকাল পাঁচটায় অনুষ্ঠানটি শুরু হবে।
কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ পথনাটক পরিষদের মে দিবসের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টায়। এতে থাকছে আলোচনা সভা ও পথনাটক
পথনাটক পরিবেশন করবে ঢাকা পদাতিক, সুবচন নাট্য সংসদ, গতিথিয়েটার।
কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টায় নাট্যদল ‘আরণ্যকে’র অনুষ্ঠান। অনুষ্ঠানে আবৃত্তিশিল্পীদের পাশাপাশি নিজের কবিতা শোনাবেন কবি নির্মলেন্দু গুণ।
বিকাল ৪টায় শিল্পকলায় একাডেমির সেমিনার হলে একটি আলোচনা সভারও আয়োজন করেছে ‘আরণ্যক’। সন্ধ্যা ৭টায় শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ করা হবে তাদের ‘রাঢ়াঙ’ নাটকটি।