মুশফিক মণ্ডির রোমান্টিক কাণ্ড! ওয়ানডে সিরিজে সত্তরের ঘরে একটা ইনিংস শেষে জীবন ইনিংস শুরু করলেন টাইগার অধিনায়ক।
ব্যাট হাতে ছন্দে থাকা মুশফিকুর রহিম এবার সত্যিকারের ছন্দে নাচলেন। নাচালেনও।
বিয়ের আগের দিন গায়েহলুদে নববধূ জান্নাতুল কিফায়াতকে সঙ্গে নিয়ে রোমান্টিক একটা গানের সঙ্গে নেচেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক। ক্রিকেটের গণ্ডির বাইরে মন্ডি ডাক নামের এই তরুণীর সঙ্গে জুটিটা যে দারুণ জমেছে, শুরুতেই যেন সেটাই বুঝিয়ে দিলেন মুশফিক।
ভারতের এ সময়ের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের গাওয়া এক ভিলেন ছবির ‘পাল দো পাল’ গানটির সঙ্গে নেচেছেন দুজনে। প্রথমে মঞ্চে ওঠেন মুশফিক। বাঁ প্রান্তে ছিলেন তিনি। ডান প্রান্ত দিয়ে মঞ্চে প্রবেশ করেন কিফায়াত। এ সময় বন্ধু-স্বজনেরা চিৎকার করে দুজনকে উৎসাহ দেন।