প্রচ্ছদ > বিনোদন > টিভি সূচি > টিভি পর্দায় স্বাধীনতা দিবসের যত আয়োজন
টিভি পর্দায় স্বাধীনতা দিবসের যত আয়োজন

টিভি পর্দায় স্বাধীনতা দিবসের যত আয়োজন

বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে প্রায় প্রতিটি টিভি চ্যানেল। এর মাঝে মাছরাঙা টেলিভিশনে সকাল ৯ টায় প্রচারিত হবে জহির রায়হান নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’। সকাল ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র ‘সিপাহী’। সাইফুল ইসলামের প্রযোজনায় সংগীতানুষ্ঠান ‘জন্ম আমার ধন্য হলো’ প্রচারিত হবে দুপুর ১ টায়। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের গান নিয়ে সাজানো ‘ফেয়ার অ্যান্ড লাভলী সিনেটিউন’ প্রচারিত হবে দুপুর ২ টা ৩০ মিনিটে।

বিকাল ৩ টায় প্রচারিত হবে প্রামাণ্যচিত্র ‘ক্ষতের একাত্তর’। বিকাল ৪ টায় কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরাসরি সম্প্রচারিত হবে কনসার্ট ‘প্রাণ-আপ সৈকতে গানে ভাসি’।

এতে গান পরিবেশন করবে নগর বাউল জেমস, মাকসুদ ও ঢাকা, সোলস, চিরকুট ও রেডিও অ্যাকটিভ। কবির বকুলের পরিকল্পনা ও তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আবুল হোসেন খোকন। উপস্থাপনা করবেন নওশীন। রাত ১১ টায় প্রচারিত হবে নাটক ‘যোদ্ধা ও জননীর গল্প’। মিজানুর রহমান লাবু পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নাফিজা, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ। রাত ১২ টায় প্রচারিত হবে আলোচনা অনুষ্ঠান ’আমাদের স্বাধীনতা।

এনটিভিতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ সকাল ৮ টা ৪৫ মিনিটে প্রচার হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলা সিনেমা ‘রক্তাক্ত বাংলা’। মমতাজ আলীর পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন- কবরী, বিশ্বজিৎ, গোলাম মোস্তফা, সুলতানা, নাসির খান প্রমুখ। দুপুর ১২ টা ২০ মিনিটে প্রচার হবে নাটক ‘একটি ডায়েরী ও কিছু প্রশ্ন’। বদরুল আনাম সৌদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন আলী যাকের, সুবর্ণা মোস্তফা, সারা যাকের, ইরেশ যাকের, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।

দুপুর ১টায় প্রচার হবে ‘একাত্তরের ইতিহাসে নারী’। অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন সাংবাদিক সুমনা শারমিন, লেখিকা সেলিনা হোসেন ও নারী-অধিকার আন্দোলনের নেত্রী ফরিদা আখতার। একাত্তরের মুক্তিসংগ্রামে বাংলাদেশের নারীদের যে অসামান্য ভূমিকা রয়েছে সে বিষয়ের উপর সাজানো হয়েছে অনুষ্ঠানটি। দুপুর ২ টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘দ্রোহের কণ্ঠস্বর’। জাহাঙ্গীর চৌধুরী’র প্রযোজনায় কবিতা ও গানের যুগলবন্দীর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন শিমূল মুস্তাফা, মাহিদুল ইসলাম ও দিনাত জাহান মুন্নী। বিকেল ৫ টা ৪০ মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘স্বাধীনতা তুমি’। ওয়াহিদুল ইসলাম শুভ্র’র প্রযোজনায় অনুষ্ঠানে গান গেয়েছেন- রুমানা ইসলাম, বিউটি, নওরিন ও লিজা। বিকেল ৬ টা ৪০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘অন্য অস্ত্রে ’৭১’। হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন লোপা। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন- শিল্পী মুস্তাফা মনোয়ার, সৈয়দ হাসান ইমাম, চাষী নজরুল ইসলাম, গাজী মাজহারুল ইসলাম, শাহীন সামাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান প্রধান আশফাকুর রহমান খান এবং সর্বকনিষ্ঠ কবি ও আবৃত্তিকার নাসিম চৌধুরী।

রাত ৯টায় প্রচার হবে নাটক ‘আলোছায়া’। চয়নিকা চৌধুরীর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, রিচি সোলায়মান, দিতি, সৈয়দ হাসান ইমাম প্রমুখ।

আরটিভিতে দুপুর ১২টা ৩০ মিনিটে রয়েছে ছবি ‘হাঙর নদী গ্রেনেড’  এতে অভিনয় করেছেন সুচরিতা, রাজীব প্রমুখ। বিকেল ৫ টা ৩০ মিনিটে রয়েছে স্বাধীনতার গান। এতে গান করবেন ইমরান, রাজিব, পূজা ও লিজা। রাত ৯ টা ৫ মিনিটে  রয়েছে ‘দাগ’।  মেজবাহ উদ্দিনের রচনা ও হাবীব মাসুদের পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তিশা, ইকবাল বাবু প্রমুখ।

চ্যানেল নাইন সকাল ৮টা ৩০ মিনিটে কুচ কাওয়াজ সরাসরি সম্প্রচার করবে। সকাল ৯টায় রয়েছে বাংলা সিনেমা ‘কমান্ডার’ অভিনয়ে হুমায়ূন ফরীদি, সূর্বণা মোস্তফা। রাত ১০টায় রয়েছে নাটক ‘অন্তরাল’ পরিচালনায় নুজহাত আলভী আহমেদ।

সকাল ৯টা ১৫মিনিটে এটিএনবাংলায় প্রচার হবে নূরুল মোমেনের প্রযোজনায় ছোটদের অনুষ্ঠান ‘মুক্তির মিছিল’। বেলা ১১টা ১০মিনিটে বিটিভির সৌজন্যে জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে সরাসরি সম্প্রচার হবে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’। বেলা ১২টা ১৫মিনিটে প্রচার হবে নৃত্যানুষ্ঠান। নৃত্য পরিচালনায় হাসান ইমাম, প্রযোজনায় রাসেল মাহমুদ। দুপুর ১টা ১৫মিনিটে প্রচার হবে প্রামাণ্য অনুষ্ঠান ‘স্বাধীনতার অন্তরালে’। অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাস নিয়ে কথা বলেছেন ড. কামাল হোসেন, ব্যারিষ্টার আমিরুল ইসলাম, অধ্যাপক আ.আ.ম.স আরিফিন সিদ্দিক, অধ্যাপক আনোয়ার হোসেন এবং কামাল লোহানী। প্রযোজনা করেছেন আমজাদ কবীর চৌধুরী।

বেলা ৩টা ১০মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘হৃদয়ে ৭১’। রোকেয়া ইসলামের কাহিনীতে চলচ্চিত্রটির কাহিনী বিন্যাস ও সংলাপ রচনা করেছেন মীর্জা রাকিব। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী।

রাত ৮টায় প্রচার হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিকদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘স্মৃতি চিহ্ন’। রুকসানা কবীর কাকলী’র উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী আব্দুল জব্বার ও শাহীন সামাদ। উপস্থাপিকার সঙ্গে আলাপচারিতায় যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণের পাশাপাশি শিল্পীরা বলেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানের পেছনের গল্প। আলাপচারিতার ফাঁকে দর্শকদের জন্য গেয়েছেন গান। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘চোর না ডাকাত’।

স্বাধীনতা দিবস উপলক্ষে রায়হান খানের রচনা ও পরিচালনায় নাটক ‘যুদ্ধ ও জোনাকি’ বাংলাভিশনে প্রচার হবে ২৬ মার্চ বুধবার রাত ৯ টা ৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রিচি সোলায়মান, এমিলিন (ফ্রান্স), আরিয়ান প্রমুখ।

মৌটুসী ও বাদশা বুলবুলের অংশগ্রহণে প্রচারিত হবে সরাসরি গানের অনুষ্ঠান ‘মিউজিক ক্লাব বিজয়ের স্বপ্নগাথা’।
অনুষ্ঠানে তারা গাইবেন দেশাত্মবোধ জাগানিয়া গান। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথিদের সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। অনুষ্ঠানটি প্রচার হবে রাত ১১টা ২৫ মিনিটে। সন্ধ্যা ৬টা ২০মিনিটে রয়েছে শিশু কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠান ‘হিমালয় থেকে সুন্দরবন’। অনুষ্ঠানে থাকছে দেশ, মাটি ও মুক্তিযুদ্ধে নিবেদিত গান, আবৃত্তি এবং নৃত্য।
বিকেল ৫টা ২০মিনিটে রয়েছে সঙ্গীতানুষ্ঠান ‘ও আমার বাংলা মা’। অনুষ্ঠানে দেশের গান পরিবশেন করবেন শাকিলা জাফর, ইয়াসমিন মুশতারী, শাম্মী আকতার, ফাহমিদা নবী ও মাহমুদুজ্জামান বাবু।

বৈশাখী টিভিতে বিকেল ৩টায় রয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জীবনঢুলী’। পরিচালনায় তানভীর মোকাম্মেল।  রাত ৮ টায় প্রচার হবে নাটক ‘একাত্তরের পুতুল’। রাত ৯টা ১৫ মিনিটে রয়েছে নৃত্যানুষ্ঠান ‘স্বাধীনতা তুমি’।

চ্যানেল আইতে ২৬ মার্চ বেলা ১ টা ০৫ মিনিটে প্রচার হবে মুক্তিযুদ্ধের সিনেমার গানের অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলী এবং সিনেমার গান। পরিচালনা করছেন এস আরমান। এদিন বেলা ৩ টা ০৫ মিনিটে প্রচার হবে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।

রাত ৭ টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘ছয় নম্বর স্বাক্ষী’। মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন তৌহিদ মিটুল। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদসহ অনেকে। রাত ১১ টা ৩০ মিনিটে প্রচার হবে মৌসুমী বড়ুয়া’র উপস্থাপনা ও পরিচালনায় বাংলাদেশ আমার স্বাধীনতা।

জিটিভিতে ২৬ মার্চ  রাত ৮টা ৪০ মিনিটে  প্রচার হবে ‘শহীদ মোসাম্মৎ কুলসুম বেগম’। নাটকটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। এটি রচনা করেছেন আল মনসুর। কমল চাকমার পরিচালনায় শশী ছাড়াও নাটকের অন্য চরিত্রে অভিনয় করেছেন- রওনক হাসান, সাজ্জাদ রেজা, ঝুনা চৌধুরী  প্রমুখ।

স্বাধীনতা দিবস উপলক্ষে একুশে টেলিভিশনে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ২৬ মার্চ সকাল ৯ টা ৩০ মিনিটে প্রচার হবে প্রামাণ্যচিত্র ‘ইতিহাসের পথ ধরে’। ইফতেখার আহমেদ ফাহিমের পরিচালনায় সকাল ১০টা ০৫ মিনিটে প্রচার হবে নাটক ‘এবং’। নাটকটিতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, তানিয়া আহমেদ, শখ সহ আরও অনেকে।

দুপুর ১টা ৩০মিনিটে প্রচার হবে বাংলা চলচ্চিত্র ‘দাঙ্গা’। চলচিত্রটিতে অভিনয় করেছেন মান্না, সুচরিতা, রাজিব, মিজু আহমেদ প্রমুখ। বিকাল ৫ট ৩০মিনিটে প্রচার হবে প্রামাণ্যচিত্র ‘আলোর পথে’। সন্ধ্যা ৬টা ৩০মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘বিজয়ের গান’। মহসিনা রহমানের প্রযোজনায় রাত ৭টা ৫০মিনিটে প্রচার হবে ‘আমি বীরাঙ্গনা বলছি’। রাত ১০টা ১০ মিনিটে প্রচার হবে নাটক ‘কক্ষ পথের যুদ্ধ’। নাটকটিতে অভিনয় করেছেন হুমায়ূন ফরীদি, দীপা খন্দকার, মাজনুন মিজান প্রমুখ।

Comments

comments

Comments are closed.