প্রচ্ছদ > বিনোদন > টিভি সূচি > বিটিভি, মাছরাঙা ও জিটিভিতে বিশ্বকাপ ফুটবল
বিটিভি, মাছরাঙা ও জিটিভিতে বিশ্বকাপ ফুটবল

বিটিভি, মাছরাঙা ও জিটিভিতে বিশ্বকাপ ফুটবল

ইনফোপিডিয়া ডেস্ক :::
১২ জুন থেকে ব্রাজিলে বসছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ‘ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৪’। ব্রাজিলের বিভিন্ন স্টেডিয়াম থেকে এবারের বিশ্বকাপে ৩২টি দলের ৬৪টি ম্যাচের সবই সরাসরি দেখাবে বিটিভি, মাছরাঙা টিভি ও জিটিভি।
বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে নানা অনুষ্ঠানেরও আয়োজন করেছে এই তিনটি চ্যানেল। খেলার পাশাপাশি বিশ্বকাপ নিয়ে প্রতিদিন বিশেষ অনুষ্ঠান ও সংবাদ প্রচার করবে মাছরাঙা টিভি। বিশ্লেষণ, পরিসংখ্যান ও নানা তথ্য নিয়ে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ‘ফুটবল ফিভার’ আর রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘ব্রাজুকা ব্রাজিল’ শিরোনামের দুটি অনুষ্ঠান। জিটিভিতে থাকবে বিশ্বকাপ ফুটবলের টুকিটাকি সব খবর ও পর্যালোচনামূলক টক শো। টক শোতে অংশগ্রহণ করবেন দেশ বরেণ্য সব ফুটবলার।
১২ জুন সাও পাওলোতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। রিওডি জেনিরোর মারাকানায় ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ১৩ জুলাই পর্দা নামবে ফুটবলের এই বৃহত্তম আসরের।

Comments

comments

Comments are closed.