সারা বিশ্বে ফুটবল উন্মাদনা। বাংলাদেশও পিছিয়ে নেই। বিশ্বকাপ ফুটবল নিয়ে নানা আয়োজন থাকছে বিভিন্ন টেলিভিশন চ্যানলে।
মাছরাঙা টেলিভিশন
বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রতিটি ম্যাচ প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ‘ফুটবল ফিভার’ ও রাত ৯টা ২০ মিনিটে ‘ব্রাজুকা ব্রাজিল’ নামে দুটি অনুষ্ঠান প্রচারিত হবে। ম্যাচ রিভিউ, টার্নিং মোমেন্ট, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের আয়োজনকে ঘিরেই অনুষ্ঠান ‘ফুটবল ফিভার’।
‘ব্রাজুকা ব্রাজিল’ অনুষ্ঠানটিতে ম্যাচ প্রিভিউ, অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর আলোচিত খেলোয়ার ও দলগুলোর গঠন ও লাইন আপ নিয়ে আলোচনা করা হবে।
ফুটবল ফিভারের প্রথম পর্বে কথা বলবেন জাতীয় দলের খেলোয়ার জাহিদ হাসান এমিলি, ব্রাজুকা ব্রাজিলে কথা বলবেন জুলফিকার মিন্টু। দুটি অনুষ্ঠানই সঞ্চালনা করবেন রাকিবুল হাসান ও আবুল আজাদ।
দেশ টিভি
দেশ টিভি প্রতিদিন রাত ৯টা ৪৫ মিনিটে সরাসরি প্রচার করবে ‘বিশ্বকাপের মাঠে’। অনুষ্ঠানটি সাজানো হয়েছে ফুটবল বিশেষজ্ঞের কাছ থেকে নেওয়া ম্যাচ রিভিউ, প্রিভিউ এবং কুইজ নিয়ে। এছারাও প্রতি পর্বে অংশগ্রহণ করবেন পাঁচ তরুণ ফুটবল ভক্ত। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন করবেন ফুটবল বিশেষজ্ঞদের। অনুষ্ঠান সঞ্চালনা করবেন হাসান সাঈদ শাহিন এবং নিয়মিত বিশেষজ্ঞ হিসেবে থাকবেন প্রাক্তন ফুটবলার শেখ মোহম্মদ আসলাম। ফুটবল নিয়ে কথা বলার জন্য শেখ আসলামের সঙ্গে প্রতিদিনই অতিথি হিসেবে ফুটবল পেশাদারদের দেখা যাবে।
গাজীটিভি
উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রতিটি ম্যাচই প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি (জি টিভি)। রোড টু ফিফা’ অনুষ্ঠানটি নিয়মিত প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ও রাত ১টায়। আরও প্রচারিত হবে ‘কিক অফ’ নামে প্রতিদিনকার অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে থাকছে বিশেষজ্ঞ ফুটবলারদের পাশাপাশি তারকাদের ফুটবল বিষয়ে মতামত। প্রথমদিন ফুটবল বিশেষজ্ঞ হিসেবে থাকবেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার জাকারিয়া পিন্টু। দর্শকদের মতামত, ম্যাচের গুরুত্বপূর্ণ ভুল, অনুষ্ঠিতব্য ম্যাচের মাঠ এবং দিনের গুরুত্বপূর্ণ ম্যাচের গুরুত্বপূর্ণ খেলোয়ারকে নিয়ে আলোচনাই অনুষ্ঠানটির মূল বিষয়। ‘সিলি মিসটেক’, ‘ম্যান টু ওয়াচ’, ‘ভিউয়ার টাইম’, ‘ব্যাটেল গ্রাউন্ড’ নামে কয়েকটি সেগমেন্ট রয়েছে অনুষ্ঠানটির।
অনুষ্টানে অনন্তর সঙ্গে নিয়মিত সঞ্চালক হিসেবে থাকবেন রাজিউর রহমান। এছাড়াও মাঝে মাঝে উপস্থাপনায় দেখা যাবে নাভিদ মাহবুব, সামিয়া আফরিন ও ফারিয়া শবনমকে। অনুষ্ঠানটি নিয়মিত প্রচারিত হবে রাত ৯টায়। তবে প্রথম ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের অনুষ্ঠান প্রচারিত হবে খেলা শুরুর আগে।
চ্যানেল নাইন
চ্যানেল নাইন প্রতিদিন রাত ৯টা ১৫ মিনিটে সরাসরি প্রচার করবে ফুটবল বিষয়ক টক শো ‘রোড টু ব্রাজিল’। ম্যাচ রিভিউ ও প্রিভিউ, সম্ভাবনাময় ম্যাচ উইনিং প্লেয়ারদের নিয়ে আলোচনা থাকছে এই অনুষ্ঠানে, থাকবেন টেলিভিশনের তারকারা। প্রতিদিনই বিশেষজ্ঞ হিসেবে পেশাদার ফুটবলাররা আলোচনায় অংশ নেবেন। প্রথম দিনের অনুষ্ঠানে কায়সার হামিদকে দেখা যাবে।
অনুষ্ঠানটি আরও প্রযোজনা করেছেন মাহফুজুল হক শান্ত। সঞ্চালনা করেছেন আব্দুল্লাহ হীরা।
বিটিভি
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান প্রচার করবে বলে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচও সরাসরি সম্প্রচার করবে সরকারি এ টিভি চ্যানেল।