অফিসে ক্যাজুয়াল ড্রেসেই বেশির ভাগ সময় আসা হয়
শাকিল খান
ব্যবস্থাপনা পরিচালক
রোজ হারবাল
চাকরি থেকে আমার প্রথম উপার্জন ছিল সাড়ে চার হাজার ৫০০ টাকা। বন্ধুর একটা বায়িং হাউসে কাজ করে এই বেতন পেয়েছিলাম। প্রথম মাসের বেতনের টাকা পেয়ে কী যে আনন্দ পেয়েছিলাম বলে বোঝানো যাবে না। টাকাটা খরচ না করে দীর্ঘদিন জমিয়ে রেখেছিলাম। অবশ্য আমার বেতন পাওয়ার কথা পরিবারের লোকদের জানিয়েছিলাম। চলচ্চিত্রে আসার পর থেকে নিয়মিত আয় করেছি। নানা কারণে একসময় চলচ্চিত্র থেকে কিছুটা দূরে সরে ছিলাম। এ সময়ে টুকটাক গার্মেন্ট ব্যবসা করেছি। সে হিসাব করলে আমার ব্যবসায়িক বয়স ১৮-২০ বছর। তবে এখন আমি একটি নতুন ব্যবসা করছি। আমার প্রতিষ্ঠানের নাম ‘রোজ হারবাল’। ঢাকার বাংলামোটরে অফিস। গত বছরের আগস্টে অফিস চালু করেছি। এখানে আমি ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছি। এখন আমাদের প্রতিষ্ঠানের মোট ১৫টি পণ্য বাজারে রয়েছে। হারবাল প্রোডাক্ট নিয়ে অনেকেই ব্যবসা করছেন। আমার লক্ষ্য, মানসম্মত পণ্য দিয়ে ক্রেতাদের মন জয়। নায়ক হিসেবে আমার ব্যক্তিগত ইমেজ রয়েছে, সে ইমেজ ব্যবসায় কাজে লাগবে বলে আমার বিশ্বাস। চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামে আমার একটি ক্লিনিক আছে। সেখানে বিনা পয়সায় দুস্থ মানুষের সেবা দেওয়া হচ্ছে। গাজীপুরে জমি কিনেছি। সেখানে একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্র ও এতিমখানা প্রতিষ্ঠা করব। ব্যবসায় এসে ভীষণ এনজয় করছি। বেলা ১১টার মধ্যে অফিসে আসি। ক্যাজুয়াল ড্রেসেই বেশির ভাগ সময় আসা হয়। পরিবার থেকেও ব্যবসা করার সাপোর্ট পাচ্ছি। অভিনেতা হিসেবে সব সময় অফিসের লোকজন ও ক্রেতারা আলাদা সন্মান করে। ব্যবসা করলেও অভিনয় এখনো মন থেকে মুছে ফেলিনি। ভালো সুযোগ এলে আবারও চলচ্চিত্রে অভিনয় করব।