বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্
শিল্পী সঞ্জীব দত্তের ‘যে জীবন ফড়িঙের’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী
২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রদর্শনী চলবে
সময় : প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ টা।
গ্যালারি টোয়েন্টিওয়ান; ধানমণ্ডি
দুই বাঙাল চিত্রীর প্রদর্শনী শীর্ষক
হাশেম খান ও মোহাম্মদ ইকবালের চিত্রকর্ম প্রদর্শনী
চলবে ১ মার্চ পর্যন্ত
সময় : প্রতিদিন ১২টা থেকে রাত ৮টা।
গ্যালারী জলরং; নিকেতন, গুলশান
‘দেশজ স্পন্দন-২’ শীর্ষক চারুকলা প্রদর্শনী
প্রদর্শনীতে স্থান পেয়েছে রিকশা চিত্র, সিনেমার ব্যানারচিত্র ও পটচিত্রের আদলে চিত্রকর্ম
অংশ নিচ্ছেন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ধারার ১২ শিল্পী
চলবে ৫ মার্চ পর্যন্ত
প্রদর্শনীর সময় : সকাল ১১টা থেকে রাত ৮টা