গুলশান-১ এর ব্রোনিয়া ক্যাফে অ্যান্ড গ্যালারিতে আগামী ২১ মার্চ শুরু হচ্ছে শিল্পী মাহবুবুল হকের একক চিত্র প্রদর্শনী। ‘নীল মেঘের কাব্য’ শিরোনামের প্রদর্শনীটি ওই দিন সন্ধ্যা ৬টায় উদ্বোধন করা হবে। চলবে ১০ এপ্রিল পর্যন্ত। আয়োজক ব্রোনিয়া ক্যাফে অ্যান্ড গ্যালারি, সহযোগিতা করছে কথাপ্রকাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী সৈয়দ আবুল বারাক আলভী, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের এডিটর-ইন-চিফ আলমগীর হোসেন ও ডিপার্ট সম্পাদক মুস্তফা জামান।
প্রদর্শনীটি প্রতিদিন সকাল ৮টায় শুরু হয়ে চলবে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। গ্যালারি সবার জন্য উন্মুক্ত থাকবে।
