জাতীয় জাদুঘরের কথ্য ইতিহাস কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন পর্যায়ের ১২০ জন কৃতি সন্তানের অডিও/ভিডিও সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। ধারণকৃত কৃতি সন্তানদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ২৪ জন কৃতি সন্তানের স্মৃতি নিদর্শন দিয়ে জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে চলছে পক্ষকালব্যাপী বিশেষ প্রদর্শনী। পাশাপাশি জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করা হয়েছে চার দিনের স্মৃতিচারণ অনুষ্ঠান।
জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রধান অতিথি ছিলেন ইতিহাসবিদ জাতীয় অধ্যাপক ড. আ ফ সালাহ্উদ্দীন আহমদ।
