প্রচ্ছদ > বিনোদন > প্রদর্শনী > তিন শিল্পীর মুখোশ প্রদর্শনী
তিন শিল্পীর মুখোশ প্রদর্শনী

তিন শিল্পীর মুখোশ প্রদর্শনী

পহেলা বৈশাখ উপলক্ষে নানা রং, অভিব্যক্তি ও ভঙ্গিমা এবং নিরীক্ষাধর্মী মুখোশ নিয়ে রাজধানীতে শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনী। ‘বৈশাখ উৎসব ১৪২১ : মুখোশ প্রদর্শনী’ শিরেনামের এ প্রদর্শনী চলছে গুলশানের ব্রোনিয়া ক্যাফে অ্যান্ড গ্যালারিতে (রিচমন্ড কনকর্ড, ৬৪ গুলশান এভিনিউ, শুলশান-১, ঢাকা)।
শিল্পী মাহবুবুল হক, দেওয়ান আতিকুর রহমান ও নাজমুল আলম মাসুমের তৈরি বিভিন্ন ধরনের মুখোশ নিয়ে এ প্রদশর্নী। এতে উপস্থাপিত হয়েছে ২৬টি নানা মাধ্যমের মুখোশ। প্রদশর্নীর উদ্বোধন করেন শিল্পী হামিদুজ্জামান খান এবং কার্টুনিস্ট ও লেখক আহসান হাবীব।
প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

Comments

comments

Comments are closed.