‘শিশুরা সাজাবে নতুন পৃথিবী’ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে আন্তর্জাতিক অ্যানিমেশন কার্টুন উৎসব বাংলাদেশ-২০১৪। আয়োজক চিলড্রেন কমিউনিকেশন বাংলাদেশ জানায়, বাংলাদেশসহ ১৮টি দেশের ১০০টি শিশুতোষ অ্যানিমেশন কার্টুন প্রদর্শিত হবে উৎসবে। অনুষ্ঠানটি শিশুদের জন্য থাকবে উন্মুক্ত।
উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠান হবে ২০ এপ্রিল রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে।
ইফাদ মাল্টি প্রোডাক্টসের পৃষ্ঠপোষকতায় ২০-২৩ এপ্রিল চারদিনব্যাপী ঢাকায় অনুষ্ঠিত হবে এ উৎসব।
সমাপনী অনুষ্ঠান হবে ২৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। সমাপনী অনুষ্ঠানে কার্টুন নির্মাতাদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হবে।
